প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
গোল্ডেন গ্লোব পুরস্কারের পর অনুষ্ঠিত হয়ে গেল ‘ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ২০২৩।’ আমেরিকার লস অ্যাঞ্জেলসে ২৮তম বার্ষিক ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডসে তারকাদের উপস্থিতিতে জাঁকজমকপূর্ণ আয়োজনের মধ্য দিয়ে রবিবার (১৫ জানুয়ারি) অনুষ্ঠিত হয় এই আয়োজন। বছরের সেরা অভিনয়শিল্পীদের হাতে তুলে দেওয়া হয় বছরের অন্যতম মর্যাদাপূর্ণ এই পুরস্কার। এ বছর আয়োজনটি সঞ্চালনা করেছেন চেলসি হ্যান্ডলার।
এ বছর ১৪টি মনোনয়ন নিয়ে শীর্ষস্থানে থাকা ‘এভরিথিং এভরিহোয়ার অল অ্যাট ওয়ানস’ ৫টি পুরস্কার জিতে নিয়েছে। সেরা চলচ্চিত্র এবং সেরা পরিচালক সহ ৫টি ক্রিটিকস চয়েস অ্যাওয়ার্ডস ঘরে তুলেছে চলচ্চিত্রটি। ‘অ্যাভাটার ২’, ‘ব্যবিলন’-এর মতো চলচ্চিত্রকে হারিয়ে পুরস্কার ঘরে তোলে চলচ্চিত্রটি। এছাড়াও বিদেশি চলচ্চিত্র হিসেবে পুরস্কার ঘরে তুলেছে ভারতের ‘আরআরআর’। ‘নাটু নাটু'-গানের জন্যও পুরস্কার জয় করেছে রাজামৌলির ‘আরআরআর’।
এক নজরে দেখে নিন কাদের হাতে উঠেছে এবারের ক্রিটিকস চয়েজ অ্যাওয়ার্ড।
সেরা ছবি: এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পরিচালক: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অভিনেতা: ব্রেন্ডন ফ্রেজার, দ্য হোয়েল
সেরা অভিনেত্রী: কেট ব্ল্যানচেট, টার
সেরা পার্শ্ব অভিনেতা: কে হুয়ে কুয়ান, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা পার্শ্ব অভিনেত্রী: অ্যাঞ্জেলা বাসেট, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরেভার
সেরা তরুণ অভিনেতা/অভিনেত্রী: গ্যাব্রিয়েল লাবেল, ফেবেলম্যানস
সেরা মৌলিক চিত্রনাট্য: ড্যানিয়েল কোয়ান এবং ড্যানিয়েল শেইনার্ট,এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা অ্যাডাপডেট স্ক্রিনপ্লে: সারাহ পলি, ওমেন টকিং
সেরা সিনেমাটোগ্রাফি: ক্লাউডিও মিরান্ডা, টপ গান: ম্যাভেরিক
সেরা প্রোডাকশন ডিজাইন: ফ্লোরেন্সিয়া মার্টিন, অ্যান্টনি কার্লিনো, ব্যাবিলন
সেরা সম্পাদনা: পল রজার্স, এভরিথিং এভরিহোয়্যার অল অ্যাট ওয়ান্স
সেরা কস্টিউম ডিজাইন: রুথ ই. কার্টার, ব্ল্যাক প্যান্থার: ওয়াকান্ডা ফরএভার
সেরা চুল এবং মেকআপ: এলভিস
বিদেশী ভাষার সেরা ছবি: আরআরআর
সেরা কমেডি: গ্লাস অনিয়ন: আ নাইভস আউট মিস্ট্রি
সেরা অ্যানিমেটেড ফিল্ম: গুইলারমো দেল তোরো’স পিনোচিও
সেরা গান: নাটু নাটু, আরআরআর
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।