Inqilab Logo

রোববার, ১৬ জুন ২০২৪, ০২ আষাঢ় ১৪৩১, ০৯ যিলহজ ১৪৪৫ হিজরী

ব্রেকআপ সামলে উঠতে নয় বছর লেগেছে রতন রাজপুতের

| প্রকাশের সময় : ১৭ জানুয়ারি, ২০২৩, ১২:০৩ এএম

ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী রতন রাজপুত ব্রেকআপ নিয়ে নিজের সম্প্রতি নিয়ের মনের কথা উজাড় করেছেন। অভিনেত্রী বলেছেন, ব্রেকআপের এই যন্ত্রণা থেকে বেরিয়ে আসতে অনেকটা সময় লেগেছিল তাঁর। ছোট পর্দার অন্যতম সফল অভিনেত্রী রতন রাজপুত। বর্তমানে টিভি ইন্ডাস্ট্রি থেকে দূরে রয়েছেন। তবে সোশ্যাল মিডিয়ায় বেশ সক্রিয় তিনি। ব্যক্তিগত জীবনে নিত্য দিনের ছবিও পোস্ট করেন। সম্প্রতি তুনিশা শর্মা সুইসাইড কেস নিয়ে কথা বলতে গিয়ে নিজের ব্রেকআপ নিয়েও যন্ত্রণা প্রকাশ করেছেন অভিনেত্রী। বম্বে টাইমসের সঙ্গে কথা বলতে গিয়ে রতন রাজপুত বলেছিলেন, তিনি এক সময় সম্পর্কে জড়িয়েছিলেন। বিভিন্ন কারণে তাঁদের মধ্যে বিচ্ছেদ হয়। খুব অল্প সময়ে সেই সম্পর্কে জড়িয়েছিলেন তিনি। কিন্তু ব্রেকআপ থেকে বেরিয়ে আসতে এক-দুই বছর নয়, ৯ বছর সময় লেগেছিল তাঁর। অভিনেত্রী বলেছেন, ‘আমার কথা হল সেই ব্যক্তি যখন জীবিত ছিল, তখন এই মানুষগুলি কোথায় ছিল? তিনি যখন জীবিত ছিলেন তখন তাঁর কাছে পৌঁছাননি কেন? যখন কেউ হতাশার সঙ্গে লড়াই করে তারা একা থাকতে শুরু করে, সেই সময় অন্যদের তাঁদের কাছে যাওয়া উচিত। বন্ধুদের উচিত তাঁর সঙ্গে মনের কথা বলা, মৃত্যুর পর তাঁকে স্মরণ করা নয়।’ রতন রাজপুত আজকাল ছোট পর্দা থেকে দূরে থাকলেও সোশ্যাল মিডিয়ায় সক্রিয়। তিনি 'আগলে জনম মোহে বিটিয়া হি কিজো' এবং ‘সন্তোষী মা’-এর মতো ধারাবাহিকে অভিনয় করে প্রচুর জনপ্রিয়তা কুড়িয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ