Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নতুন গান নিয়ে হাজির হলেন ফজলুর রহমান বাবু

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১০:০২ এএম

জনপ্রিয় অভিনয়শিল্পী ফজলুর রহমান বাবু। অভিনয়ের পাশাপাশি গান দিয়েও জয় করেছেন ভক্তদের হৃদয়। এবার নতুন একটি গান নিয়ে হাজির হলেন তিনি। যার শিরোনাম ‘রঙিলা পাগল’। গানটির কথা ও সুর করেছেন এইচ এম নিপু। সংগীতায়োজনে অপু রায়হান।

গানটি প্রসঙ্গে এইচ এম নিপু বলেন, ‘সবসময় চেষ্টা করি মনের ভাবনাগুলো কিছুটা লিখে প্রকাশ করতে। কোন প্রাপ্তির জন্য নয়, আত্মতৃপ্তির জন্যই গান লেখা হয়। গানটি মুক্তি পাওয়ার পর অল্প সময়ে লাখো মানুষের ভালবাসা আমাকে এমন এক প্রাপ্তি দিয়েছে যা আমি সত্যিই খুব উপভোগ করেছি।’

ফজলুর রহমান বাবু বলেন, “অভিনয়ের পাশাপাশি গান করতে সবসময়ই ভালো লাগে। ‘রঙিলা পাগল’ গানটি গাইতেও আমার খুব ভালো লেগেছে। গানটির সঙ্গে চমৎকার একটি ভিডিও নির্মিত হয়েছে। গানটির জন্য ভালো সাড়া পাচ্ছি।”

সম্প্রতি ইউটিউবে ‘চ্যানেল এইচ এম’-এ গানটি মুক্তি পেয়েছে। গানটির ভিডিও নির্মাণ করেছেন রেজা মাহমুদ। এতে অভিনয় করেছেন আলভি মামুন এবং জান্নাতুল স্বর্ণা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ