Inqilab Logo

শনিবার ০২ নভেম্বর ২০২৪, ১৭ কার্তিক ১৪৩১, ২৯ রবিউস সানী ১৪৪৬ হিজরি

যে কারণে বিদ্যার সমালোচনা করলেন কারিনা

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ৮:৫৭ এএম

বলিউডের অনেক তারকাই নিজেদের কাজ দিয়ে সাড়া ফেলেছেন বক্স অফিসে। মাঝে আবার দীর্ঘদিন কাজহীনও ছিলেন তারা। সে সময় নিজের সঙ্গে মানানসই নয় এমন কাজও করেছেন অনেকে। তবে সে সব কাজের কোনোটি হয় বেশ ব্যবসা সফল হয়েছে। আবার অনেক সিনেমাই সমালোচনার জন্ম দিয়েছেন। এমনই একটি সিনেমা বিদ্যা বালান অভিনীত সিনেমা ‘ডার্টি পিকচার’। আর এই সিনেমাকে কেন্দ্র করেই বিদ্যা বালানের সমালোচনা করেছেন বলিউডের আরেক জনপ্রিয় অভিনেত্রী কারিনা কাপুর।

সম্প্রতি এক সাক্ষাতকারে নিজের স্বামী সাইফ আলী খান সম্পর্কে বলতে গিয়ে বিদ্যার সেই সিনেমাটির প্রসঙ্গ টানেন তিনি।

কারিনা বলেন, ‘‘বিদ্যা বালান ২০১১ সালের হিরো। আমি সাইফকে বেশ কয়েকবার একসঙ্গে বসে ‘দ্য ডার্টি পিকচার’ সিনেমাটি দেখার কথা বলেছি। কিন্তু সে কিছুতেই রাজি হয়নি এটা দেখার জন্য। হয়তো সাইফ ভয় পাচ্ছিলেন, যে আমিও যদি ওই ধরনের করতে চাই। যদিও আমি এ ধরনের ঝুঁকি নিতে পারব কি-না সেটা জানি না।’’

তবে কারিনার এমন মন্তব্যে কেউ কেউ প্রশংসার আভাস পেলেও অনেকে বিষয়টিকে নেতিবাচকভাবে দেখছেন। তাদের দাবি, ‘ওই ধরনের সিনেমা’ বলে বাজে সিনেমার দিকে ইঙ্গিত করেছেন কারিনা। কারণ, দীর্ঘদিন সাইফের সঙ্গে বিদ্যার প্রেম নিয়ে মুখরোচক আলোচনা-সমালোচনা ছিল। তাই হয়ত আজও বিষয়টি ভালোভাবে নিচ্ছেন না কারিনা! যদিও নেটিজেনদের এমন সমালোচনাকে কোনো পাত্তাই দেননি এই অভিনেত্রী।

তবে এবারেই প্রথম নয়, এর আগে বিদ্যা বালানের ওজন নিয়ে ব্যঙ্গ করেছিলেন কারিনা কাপুর, আর তার জেরেই আজও দুই অভিনেত্রীর মধ্যে সম্পর্ক খুবই খারাপ।

কারিনা বলেছিলেন, “মোটা হওয়া মানেই সেক্সি হওয়া নয়। যারা এই কথা বলে তারা আহাম্মক। কার্ভ থাকা ভালো কিন্তু চর্বি থাকা নয়। ” তিনি আরও বলেন, “প্রতিটা মেয়েরই স্বপ্ন একটা সুন্দর ফিগার। কোনো মেয়ে রোগা হতে চান না এটা হতে পারেনা। আজকাল কিছু অভিনেত্রীর কাছে মোটা হওয়াটা ট্রেন্ড হতে পারে। তবে আমি কোনোদিনই নিজেকে মোটা দেখতে চাইনা”

সে সময় কারিনাকে একহাত নিয়ে এই কুরুচিপূর্ণ মন্তব্যের যোগ্য জবাবও দিয়েছিলেন বিদ্যা বালান। তিনি বলেছিলেন, ‘‘এই ‘ডার্টি পিকচার’ মোটেই ‘ডার্টি’ নয়। ওরা একটা ‘হিরোইন’ বানাতে পারে কিন্তু ‘ডার্টি পিকচার’ বানাতে পারেনা৷’’ কারিনার সিনেমা ‘হিরোইন’কে কটাক্ষ করে বিদ্যা বলেছিলেন, ‘‘জেনে রাখা ভালো ২০১২ সালে ‘হিরোইন’ কোনোও ছাপ ফেলতে পারেনি বক্স অফিসে।’’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ