Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কালীগঞ্জে ট্রেন লাইনচ্যুত, খুলনার সাথে সারা দেশে রেল যোগাযোগ বন্ধ

কালীগঞ্জ (ঝিনাইদহ) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১১:৩৪ পিএম

ঝিনাইদহের কালীগঞ্জে নকশী কাঁথা ট্রেন লাইনচ্যুত হয়ে খুলনার সাথে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ হয়ে গেছে। রোববার রাত ৮টার দিকে গোয়ালন্দ থেকে ছেড়ে আসা খুলনাগামি রকশীকাঁথা ট্রেনটি সুন্দরপুর রেল স্টেশন থেকে ছেড়ে আসার পর একতারপুর প্রাথমিক বিদ্যালয়ের সামনে মাঠের মধ্যে পৌছালে ট্রেনের পিছনের ৫২২৯ নম্বরের বগিটি লাইনচ্যুত হয়। ঘটনাস্থলটি মোবারকগঞ্জ রেলস্টেশন থেকে ৬ কিলোমিটার এবং সুন্দরপুর থেকে এক কিলোমিটার। বর্তমানে সুন্দরপুর রেলস্টেশনটি বন্ধ রয়েছে। ট্রেন লাইনচ্যুত হওয়ার ফলে খুলনার সাথে সারাদেশের
রেলযোগাযোগ বন্ধ হয়ে রয়েছে। দুর্ঘটনার পর ঢাকা থেকে ছেড়ে আসা সুন্দরবন এক্সপেস ট্রেনটি কোটচাঁদপুর রেলস্টেশনে দাড় করিয়ে রাখা হয়েছে। এছাড়া খুলনা থেকে ঢাকা গামি রাতের কোন ট্রেন যাত্রা করেনি। ফলে দুরপাল্লার যাত্রীরা চরম ভোগান্তিতে পড়েছে।
দুর্ঘটনায় কবলিত গাড়ির ইলেক্ট্রিশিয়ান স্বপন জানান, ট্রেনের একটি বগি লাইনচ্যুত হওয়ার পর দুইটা বগি কোটচাঁদপুরে এবং বাকি ইঞ্জিনসহ তিনটি বগি মোবারকগঞ্জ স্টেশনে নিয়ে রাখা হয়েছে। দুর্ঘটনার পর গাড়ির যাত্রীদের মোবারকগঞ্জ রেলস্টেশনে পৌছে দেওয়া হয়েছে। তবে, কখন রেল যোগাযোগ স্বাভাবিক হবে তা বলতে পারেননি।
এদিকে মোবারকগঞ্জ রেলস্টেশনের মাস্টার শাহজাহান আলী জানান, দুর্ঘটনার পর যাত্রীরা নিরাপদে মোবারকগঞ্জ স্টেশনে পৌছেছে। উদ্ধারকারী ট্রেন খবর দেওয়া হয়েছে। ঈশ্বরদী থেকে ঘটনাস্থলে পৌছাতে রাত ১১টা বাজতে পারে। এরপর বগিটি উদ্ধার এবং লাইন মেরামত হলেই ট্রেন চলাচল স্বাভাবিক হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ