Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কেন কিলার হলাম তার রহস্য উন্মোচন করবে বর্ষা-অনন্ত

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জনপ্রিয় চিত্রনায়ক, প্রযোজক ও বিশিষ্ট শিল্পপতি অনন্ত জলিল প্রথমবারের মতো নিজের প্রডাকশনের বাইরে সিনেমায় অভিনয় করেছেন। মো. ইকবাল পরিচালিত সিনেমাটির নাম ‘কিল হিম’। সম্প্রতি বগুড়ায় সিনেমাটির প্রায় ১৫ দিন একটানা শুটিং হয়েছে। এই ১৫ দিন অনন্ত ও বর্ষা সেখানে থেকেই সিনেমার শুটিং করেছেন। এটিও তাদের জন্য এক নতুন অভিজ্ঞতা। অনন্ত বরাবরই অ্যাকশন সিনেমায় কাজ করেন। তার অ্যাকশনে থাকে বৈচিত্র যা দর্শক উপভোগ করেন। তবে ‘কিল হিম’ সিনেমায় তিনি অ্যাকশন চরিত্রে অভিনয় করলেও এর চিত্রটি ভিন্ন। সিনেমার নাম থেকেই চরিত্রটির ধরণ কিছুটা বোঝা যায়। কেন্দ্রীয় চরিত্রটিতে অনন্ত একজন কিলার হিসেবে কাজ করেছেন। কেন ও কি কারণে সিনেমায় তিনি কিলার হয়েছেন, তা এখনই অনন্ত বলতে চান না। অনন্ত বলেন, আমি সবসময়ই অ্যাকশন সিনেমায় কাজ করি। তবে এবার অ্যাকশন চরিত্রে অভিনয় করলেও তার ধরনটি ভিন্ন। এ সিনেমায় একজন কিলার চরিত্রে অভিনয় করেছি। কেন কিলার হয়েছি, সে রহস্য বর্ষা উন্মোচন করবে। সিনেমায় কাজের অভিজ্ঞতা বলতে গিয়ে তিনি বলেন, এতদিন আমরা নিজেদের প্রোডাকশনে কাজ করেছি। নিজেদের সুবিধামতো, খুবই রিল্যাক্সে কাজ করেছি। তবে সিনেমা যে কত ¯পীডে বানানো যায়, সেটা পরিচালক ইকবাল ভাইয়ের কাছ থেকে শিখলাম। অন্যদিকে বর্ষাও একই কথা স্বীকার করে বলেন, সিনেমার প্রযোজক ও পরিচালক মো. ইকবাল খুবই দ্রæত শুটিং শেষ করছেন। এটা আমাদের জন্য নতুন এক অভিজ্ঞতা। অনেক কিছু শেখারও আছে। উল্লেখ্য, এ সিনেমায় অনন্ত-বর্ষা ছাড়াও অভিনয় করছেন মিশা সওদাগর, নায়ক রুবেল, কলকাতার রাহুল দেবসহ অনেকেই। আগামী রোজার ঈদে সিনেমাটি মুক্তি দেয়া হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ