প্রাক্তন প্রেমিকের নির্যাতনের শিকার অভিনেত্রী
মালায়ালাম সিনেমার অভিনেত্রী আনিকা বিক্রমন। প্রাক্তন প্রেমিক অনুপ পিল্লাই তাকে শারীরিকভাবে নির্যাতন করেছেন বলে অভিযোগ
সাউন্ডটেকের ইউটিউব চ্যানেলে প্রকাশিত হয়েছে তারেক আনন্দের লেখা গান ‘তোমারে পাইতাম যদি’। গানটিতে কণ্ঠ দিয়েছেন সুলতানা ইয়াসমিন লায়লা ও কামরুজ্জামান রাব্বি। সুর ও সঙ্গীতায়োজন করেছেন এমএমপি রনি। মিউজিক ভিডিও নির্মাণ করেছেন সেলিম রেজা। সঙ্গীতশিল্পী লায়লা বলেন, এর আগে আমার ও রাব্বির একসঙ্গে গান করা হয়নি। এটিই তার সঙ্গে আমার প্রথম দ্বৈত গান। আশা করছি, গানটি ভালো লাগবে সবার। কামরুজ্জামান রাব্বি বলেন, সুন্দর কথামালার গান। সুরও হয়েছে মিষ্টি। আশা করছি, শ্রোতা হৃদয়ে গেঁথে থাকবে আমাদের নতুন গানটি। গীতিকবি তারেক আনন্দ বলেন, লায়লা ও রাব্বির গায়কী মাথায় রেখেই গানটি লেখার চেষ্টা করেছি। আশা করছি, গানটি শ্রোতাদের ভালো লাগবে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।