Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

জানুয়ারিতেই মাইলি সাইরাসের নতুন সিঙ্গল ‘ফ্লাওয়ার্স’

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

ইংরেজি নববর্ষে ভক্তদের জন্য উপহার নিয়ে এসেছেন পপ সেনসেশন মাইলি সাইরাস। ১৩ জানুয়ারি মুক্তি পাচ্ছে তার নতুন গান ‘ফ্লাওয়ার্স’। এক টিভি স্টেশনের বিজ্ঞাপন বিরতির সময় মাইলি সাইরাস নিজেই পথে হাঁটছেন এমন এক ভিডিওতে নতুন গানের এই ঘোষণা দেন। সোনালী মিনি ড্রেসে ‘প্রিজনার’গায়িকা আসন্ন গানটির একাংশ গেয়ে শোনান আর ব্যাকগ্রাউন্ডে লেখা ওঠে, নতুন বছর, নতুন মাইলি, নতুন সিঙ্গল। ফ্লাওয়ার্স জানুয়ারি ১৩। এর আগে গত নভেম্বর থেকে অনলাইন সংবাদ মাধ্যমে এবং সামাজিক মাধ্যমে তার নতুন গানের সম্ভাবনা নিয়ে আলোচনা শুরু হয়; সেই সময়টাতে সঙ্গীত প্রযোজক মাইক উইল মেড-ইটের সঙ্গে মিলিত হন। মাইকই ২০১৩ সালে সাইরাসের চতুর্থ স্টুডিও অ্যালবাম ‘ব্যাঙ্গার্জ’ প্রযোজনা করেন। একই সময় হিপ-হপ দ্বয়ী রে ¯্রমোর্ড ইনস্টাগ্রামে কিছু ছবি প্রকাশ করেন যাতে মাইলিকে স্টুডিওতে ব্যস্ত দেখা যায়। ক্যাপশন দেয়া হয়, ‘ইয়ার ড্রামার্স অ্যান্ড হেড ব্যাঙ্গার্জ’। এ পর্যন্ত মাইলির সাতটি স্টুডিও অ্যালবাম বেরিয়েছে -২০০৭-এর ‘মিট মাইলি সাইরাস’, ২০০৮-এর ‘ব্রেকআউট’, ২০১০-এর ‘ক্যান’ট বি টেইমড’ ২০১৩’র ‘ব্যাঙ্গার্জ’, ২০১৫’র মাইলি সাইরাস অ্যান্ড হার ডেড পেটজ’ ২০১৭’র ‘ইয়াঙার নাউ’ এবং ২০২০-এর ‘প্লাস্টিক হার্টস’। এছাড়া তার দুটি ইপি (এক্সটেন্ডেড প্লে)- ২০০৯-এর ‘টাইম অফ আওয়ার লাইভস’ এবং ২০১৯-এর ‘শি ইজ কামিং’। ২০২০-এর এপ্রিলে মুক্তি পায় লাইভ অ্যালবাম ‘অ্যাটেনশন : মাইলি লাইভ’।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ