Inqilab Logo

রোববার ১৭ নভেম্বর ২০২৪, ০২ অগ্রহায়ণ ১৪৩১, ১৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘জগদ্ধাত্রী’কে ছাড়িয়ে শীর্ষে ‘খেলনা বাড়ি’

| প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সূর্য-দীপার পুনর্মিলনকে দেখতে মুখিয়ে রয়েছে দর্শক, সেই ম্যাজিকে ভর করেই ফের বেঙ্গল টপার ‘অনুরাগের ছোঁয়া’। স্পট দখলে রাখল ‘মিঠাই’। নতুন বছরের দ্বিতীয় টিআরপি রিপোর্ট প্রকাশ্যে। প্রথম সপ্তাহের মতো এইবারও অল্পের জন্য সেরার সেরার তাজ হাতছাড়া ‘জগদ্ধাত্রী’র। জি বাংলার এই মেগা মাত্র ০.৩ নম্বরের জন্য হেরে গেল ‘অনুরাগের ছোঁয়া’র কাছে। হ্যাঁ, সূর্য-দীপা এবার এক নম্বর জায়গা ধরে রাখতে সফল। সোনার ‘ফুল মা’ই যে দীপা, সেই রহস্য এখনও ভেদ হয়নি, তবে দীপা-সূর্যর পুনর্মিলন নিয়ে প্রোমো সামনে আসতেই এই সিরিয়ালের টিআরপি হু হু করে বেড়েছে। আসলে দীপা আর সূর্যর মিল দেখতে ঠিক কতটা আগ্রহী দর্শক, তা স্পষ্টতই বোঝা যাচ্ছে। এই সপ্তাহে নম্বর বাড়িতে সেরার স্থান ধরে রাখল ‘অনুরাগের ছোঁয়া’। এই সিরিয়ালের সংগ্রহে ৯.২ নম্বর। অন্যদিকে ৮.৯ রেটিং পয়েন্ট নিয়ে দু- নম্বর ‘জগদ্ধাত্রী’। নতুন বছরের শুরুতেই পাশা বদলেছে, আগামিদিনে কী চমক দেখাবে জ্যাজ, সেটা দেখবার। তবে এই সপ্তাহে টিআরপি তালিকায় বড় খেল দেখাল মিতুল! হ্যাঁ, ৮.১ নম্বর নিয়ে এইবার তিন নম্বর স্থানে উঠে এল জি বাংলার ‘খেলনা বাড়ি’। মিশমির এন্ট্রি যে গল্পে নতুন রং এনেছে তা কিন্তু মানতেই হচ্ছে। এই সপ্তাহে চার নম্বরে গৌরী-ঈশানের প্রেম। তাঁদের প্রাপ্ত নম্বর ৮.০। যৌথভাবে পঞ্চম স্থান ধরে রাখল পঞ্চমী ও বাংলা মিডিয়াম। দুজনেরই নম্বর ৭.৭।
এক নজরে সেরা দশের তালিকা-
০১. অনুরাগের ছোঁয়া (৯.২), ০২. জগদ্ধাত্রী (৮.৯), ০৩. খেলনা বাড়ি (৮.১), ০৪. গৌরী এলো (৮.০), ০৫. বাংলা মিডিয়াম (৭.৭), পঞ্চমী (৭.৭), ০৬. নিম ফুলের মধু (৭.৬), ০৭. মিঠাই (৭.০), ০৮. আলতা ফড়িং (৬.৯), ০৯. গাঁটছড়া (৬.৭), রাঙা বউ (৬.৭), ১০. এক্কা দোক্কা (৬.৪)।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ