Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

দৌলতপুরে কলাবাগান কেটে ফেললো দুর্বৃত্তরা

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

দৌলতপুর (কুষ্টিয়া) উপজেলা সংবাদদাতা : কুষ্টিয়ার দৌলতপুরে হেলাল উদ্দিন নামে এক কৃষকের সাড়ে ৪ বিঘা জমির কলাবাগান কেটেছে দুর্বৃত্তরা। শুক্রবার গভীর রাতে উপজেলার প্রাগপুর ইউনিয়নের বিলগাথুয়া গ্রামে ফসলের সাথে দুর্বৃত্তদের শত্রুতার এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্ত কৃষক ও স্থানীয়রা জানায়, ওইদিন রাতে বিলগাথুয়া মাঠে কে বা কারা শত্রুতামূলকভাবে কৃষক হেলাল উদ্দিনের সাড়ে ৪ বিঘা জমির কলাবাগানের কলাগাছ কেটে ভূমিস্মাৎ করে। গতকাল শনিবার সকালে ক্ষেতে গিয়ে কৃষক হেলাল উদ্দিন তার কলাবাগানের এ অবস্থা দেখে কান্নায় ভেংগে পড়েন। বিলগাথুয়া গ্রামের ইউপি সদস্য ইসলাম হোসেন জানান, সাড়ে ৪ বিঘা জমির কলাগাছ শত্রুতামূলকভাবে কে বা কারা কেটে দিয়েছে। প্রতিটি কলাগাছে কলারকান্দি রয়েছে যার ক্ষতির পরিমাণ আনুমানিক ৫ লক্ষাধিক টাকা হবে। এ ঘটনায় কৃষক হেলাল উদ্দিন গতকাল দুপুরে দৌলতপুর থানায় অভিযোগ দিয়েছে। 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ