Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছুটির দিনে চুপিসারে অফিস করছেন অবসর উত্তর অডিটর

পটুয়াখালী জেলা সংবাদাদাতা | প্রকাশের সময় : ১৬ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

তিনি আবদুর রব, সদ্য পিআরএল (অবসর উত্তর ছুটি) অডিটর জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয় পটুয়াখালীতে অফিস করছেন বন্ধের দিনে একা জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের মত স্পর্শকাতর একটি দপ্তরে। বন্ধের দিন গত শনিবার সকাল সাড়ে ১০টায় পটুয়াখালী জেলা প্রশাসকের কার্যালয়ের সব অফিসগুলির দরজা-জানালা বন্ধ থাকলেও প্রবেশমুখে নীচতলায় জেলা হিসাব রক্ষণ কর্মকর্তার কার্যালয়ের একটি কক্ষের মোটা পর্দা দিয়ে ঢাকা রুমে কাজ করছেন একজন। একটু এগিয়ে গিয়ে দেখা যায় রুমের মধ্যে এক ব্যক্তি দাপ্তরিক কাজে ব্যস্ত সময় পার করছেন। জানা যায়, তিনি এই দপ্তরের সদ্য পিআরএল (অবসর উত্তর ছুটি) যাওয়া অডিটর মো. আবদুর রব। খোঁজ খবর নিয়ে জানা যায়, গত কয়েকদিন থেকে নাওয়া-খাওয়া ছেড়ে দিয়ে শুক্র কিংবা শনিবার নয় নিয়মিত অফিস করছেন আবদুর রব। চাকরি বিধিমালা কিংবা কোন নিয়মনীতি তোয়াক্কা না করেই এভাবে তিনি সরকারের একটি গুরুত্বপূর্ণ স্পর্শকাতর বিভাগে কাজ করছেন। অভিযোগ রয়েছে, অনেক সরকারি দপ্তরের কর্মচারীদের কাছ থেকে অবৈধ সুবিধা নিয়ে অযৌক্তিকভাবে তিনি বিভিন্ন বেতন-ভাতাদি প্রদান করে লাখ লাখ টাকা হাতিয়ে নিচ্ছেন। এ বিষয়ে জানতে চাইলে সদ্য পিআরএল এ যাওয়া অডিটর আবদুর রব বলেন, ‘আমাকে অফিস প্রধান অনুরোধ করায় কিছু কাজ করে দিচ্ছি। তবে অফিসে আর কেউ না থাকলেও বন্ধের দিন তিনি কেন একা কাজ করছেন এমন প্রশ্নের কোন সদোত্তর দিতে পারেনিন। এ বিষয়ে পটুয়াখালী জেলা হিসাব রক্ষণ অফিসার মো. মহসিন বলেন, ‘আমি পিআরএল এ যাওয়া অডিটর আবদুর রবকে কোন কাজ করতে বলিনি। তিনি বন্ধের দিনে অফিসে প্রবেশ করে যে কাজ করছেন এটা তার অন্যায় হয়েছে, অফিস খোলার দিনে তাকে ডেকে এ বিষয়ে ব্যবস্থা নেয়া হবে। এ বিষয়ে বরিশালের ডিভিশনাল কন্ট্রোলার অব একাউন্টস এ কে আজাদ খান বলেন, ‘বিষয়টি অস্বাভাবিক, আমরা অনেক সময় পিআরএল এ যাওয়া কিংবা অবসরে যাওয়া স্টাফদের কাজে লাগিয়ে থাকি তবে সেটি এভাবে নয়। কোন জরুরি প্রয়োজন হলে অফিস খোলা সময়ে অবসরে যাওয়া স্টাফদের ডেকে কাজ করানো হয়, তবে তা নির্ভর করে ঐ অফিসের প্রধানের ওপর। কেন বন্ধের দিন তিনি একা একা অফিস করছেন সে বিষয়ে পটুয়াখালী জেলা কর্মকর্তাকে জবাবদিহি করতে হবে।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ