রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
দুপচাঁচিয়া (বগুড়া) উপজেলা সংবাদদাতা : দুপচাঁচিয়া উপজেলায় গতকাল শনিবার সকালে বগুড়া-নওগাঁ মহাসড়কের সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় ক্ষুদ্র ব্যবসায়ী ও কাঁচাবাজার উচ্ছেদের চেষ্টার প্রতিবাদে এক সভা বাজার চত্বরে কাঁচাবাজার সমিতির সভাপতি শ্রমিক নেতা মহিদুল ইসলামের সভাপতিত্বে ও আলম হোসেনের পরিচালনায় অনুষ্ঠিত হয়েছে। এতে বক্তব্য রাখেন আন্তঃজেলা ট্রাক পরিবহন শ্রমিক ইউনিয়ন দুপচাঁচিয়া শাখার সভাপতি আব্দুস সামাদ আজাদ, উপজেলা সম্মিলিত ট্রাকচালক সমিতির সভাপতি আশরাফ আলী, সাধারণ সম্পাদক জয়মুদ্দিন প্রামাণিক, উপজেলা মিনি ট্রাকচালক সমবায় সমিতির সভাপতি আছির উদ্দিন, শ্রমিকনেতা শাহ্ আলম, বেলাল হোসেন, কাঁচাবাজার সমিতির পক্ষে আকরাম হোসেন, রতন ম-ল প্রমুখ। বক্তারা সিও অফিস বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত কাঁচাবাজার ব্যবসায়ীসহ ক্ষুদ্র ব্যবসায়ীদের পুনর্বাসন না করে তাদের উচ্ছেদ না করার দাবি জানান। উল্লেখ্য, বগুড়া জেলা সড়ক ও জনপথ বিভাগ গত ২২ ডিসেম্বর বৃহস্পতিবার বগুড়া-নওগাঁ মহাসড়কের বীরকেদার বারোমাইল স্ট্যান্ড হতে উপজেলার তিষিগাড়ী পর্যন্ত দু’ধারে অবৈধ সব স্থাপনা সরিয়ে নেয়ার জন্য আজ ২৫ ডিসেম্বর রোববার পর্যন্ত সময় বেঁধে দিয়ে মাইকিংয়ে প্রচার চালিয়েছেন।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।