Inqilab Logo

সোমবার ২৫ নভেম্বর ২০২৪, ১০ অগ্রহায়ণ ১৪৩১, ২২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

চিনাইরে শিশু মেধা বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

ব্রাহ্মণবাড়িয়া জেলা সংবাদদাতা : কড়া নিরাপত্তাব্যবস্থা ও উৎসবমুখর পরিবেশে গত শুক্রবার ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মাছিহাতা ইউনিয়নের চিনাইরে অনুষ্ঠিত হয়েছে ১৩তম শিশু মেধা বৃত্তি পরীক্ষা। চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশন আয়োজিত মেধাবৃত্তি পরীক্ষায় এ বছর জেলার ৯টি উপজেলার মধ্যে ৭টি উপজেলার (ব্রাহ্মণবাড়িয়া সদর, বিজয়নগর, সরাইল, আখাউড়া, কসবা, আশুগঞ্জ ও নাসিরনগর) ৬৫টি শিক্ষাপ্রতিষ্ঠানের  প্রথম শ্রেণী থেকে পঞ্চম শ্রেণীর এক হাজার ৬২১ জন শিক্ষার্থী অংশ নেয়। পরীক্ষার্থীদের মধ্যে প্রথম শ্রেণীর ৩৯৯ জন, দ্বিতীয় শ্রেণীর ৩৬০ জন, তৃতীয় শ্রেণীর ২৭৮ জন, চতুর্থ শ্রেণীর ২৯৩ জন ও পঞ্চম শ্রেণীর ২৯১ জন। সকাল ১১টায় চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজ ও চিনাইর আঞ্জুমানআরা উচ্চ বিদ্যালয়ে পরীক্ষা শুরু হয়। পরীক্ষা চলাকালে সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল ফেরদৌস, বিজয়নগর উপজেলা নির্বাহী কর্মকর্তা আখতার উন নেছা শিউলী ও চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সদস্য সচিব অধ্যক্ষ মকবুল আহাম্মদ পরীক্ষার হল পরিদর্শন করেন। খোঁজ নিয়ে জানা গেছে, এই অঞ্চলের শিশুদের মধ্যে দেশপ্রেম জাগ্রত, শিশুদের মেধা ও মনন বিকশিত করার জন্য ব্রাহ্মণবাড়িয়া সদর আসনের সংসদ সদস্য ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি ২০০৪ সালে এই মেধাবৃত্তি পরীক্ষা চালু করেন। মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের অবসরপ্রাপ্ত মহাপরিচালক প্রফেসর ফাহিমা খাতুন চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের সভাপতি এবং চিনাইর বঙ্গবন্ধু শেখ মুজিব অনার্স কলেজের অধ্যক্ষ মকবুল আহাম্মদের সদস্য সচিব। পরীক্ষা চলাকালীন সময়ে চিনাইর শিশু মেধাবৃত্তি ফাউন্ডেশনের প্রধান পৃষ্ঠপোষক এবং পার্বত্য চট্টগ্রামবিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র আ ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি প্যান্ডেলে গিয়ে অভিভাবকদের সাথে কুশল বিনিময় করেন ও তাদের খোঁজখবর নেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ