Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ডোমারে স্বামীর মৃত্যুর ৫ ঘন্টা পর মারা গেলেন স্ত্রী

ডোমার (নীলফামারী) থেকে স্টাফ রিপোটার | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ৬:২৩ পিএম

নীলফামারী জেলার ডোমারে স্বামী সহিদুল ইসলাম প্রামানিক (৬৫)মারা যাওয়ার ৫ ঘন্টা পর স্বামী শোকে মৃত্যুর কোলে ঢলে পড়েন স্ত্রী হাওয়া বেগম(৫৫) । একই মাঠে দুটি জানাজা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার সকালে ডোমার পৌর শহরের চিকনমাটি(সাহাপাড়া) এলাকায় এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটে। সহিদুল ইসলাম চিকনমাটি এলাকার মৃতঃ মজির উদ্দিন প্রামানিকের ছেলে। একসঙ্গে স্বামী-স্ত্রীর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তাদের ৬টি মেয়ে সন্তান রয়েছে। তারা সকলেই বিবাহিত।

প্রতিবেশী সামাদ ও রিমু জানান, ভোরে ফজরের নামাজ পরে বাড়ীর গরু-ছাগল মাঠে বেধে বাড়ীতে আসেন সহিদুল ইসলাম। এর কিছুক্ষন পর তাকে খারাপ লাগতে শুরু করে। এ সময় পরিবারের লোকেরা তাকে হাসপাতালে নেওয়ার পথেই সকাল ৭টার দিকে তার মৃত্যু ঘটে। স্বামীর মৃত্যুর সংবাদে বার বার জ্ঞান হারান স্ত্রী হাওয়া বেগম। বাদ জোহর সহিদুল ইসলামকে দাফনের প্রস্তুতির জন্য গোসল করানোর পর দুপুর ১২টার দিকে জ্ঞান হারিয়ে ফেলেন স্ত্রী হাওয়া বেগম। স্বজনরা প্রথমে মনে করেছিলেন কাঁদতে কাঁদতে হয়তো সে অজ্ঞান হয়ে পরেছে। এ সময় তার জ্ঞান ফেরাতে স্বজনরা মুখে ও দাঁতে পানি ছিটালেও তার কোন সারাশব্দ না মেলায় তাকে স্থানীয় ডক্টরস ক্লিনিকে নিয়ে গেলে কর্তব্যরত ডাক্তার তাকে মৃত্যু ঘোষনা করেন।
বাদ আছর একই সাথে ডোমার কেন্দ্রিয় ঈদগাঁহ মাঠে জানাযার নামাজ শেষে তাদের দাফন কাজ সম্পন্ন হয়।



 

Show all comments
  • MD. MAYEEN UDDIN SUMON ১৫ জানুয়ারি, ২০২৩, ৭:১৫ পিএম says : 0
    মহান আল্লাহপাক, যা করেন তা আমাদের মঙ্গলের জন্যই করেন।
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ