Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বিদ্যুৎ ও জালানি স্কাউট ক্যাম্প অনুষ্ঠিত

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

বোচাগঞ্জ (দিনাজপুর) উপজেলা সংবাদদাতা : “অদম্য বাংলাদেশ” এই প্রতিপাদ্যকে সামনে রেখে জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রাণালয় এবং বাংলাদেশ স্কাউটসের উদ্যোগে সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ে গত ২৩ ডিসেম্বর  বিকেলে জাতীয় বিদ্যুৎ ও জালানি স্কাউট ক্যাম্প সমাপ্ত হয়েছে। উক্ত ক্যাম্পে ২০টি প্রাথমিক বিদ্যালয় ও ৮টি উচ্চ বিদ্যালয়ের ১৩০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে। বোচাগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার শীলাব্রত কর্মকারের সভাপতিত্বে সমাপনী ক্যাম্পপুরী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেতাবগঞ্জ পৌরসভার মেয়র মোঃ আব্দুস সবুর। আরো বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোঃ আফছার আলী, অধ্যক্ষ সুব্রত কুমার অধিকারী, উপজেলা স্কাউটের সাধারণ সম্পাদক ও সেতাবগঞ্জ বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আমিনুল ইসলাম, সেতাবগঞ্জ পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বিশ্বনাথ রায় প্রমুখ। সমাপণী দিনে স্কাউট দলের সদস্যবৃন্দ সেতাবগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনার ও কাব দলের সদস্যরা স্মৃতিসৌধ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রমে অংশ নেন। এ সময় উপস্থিত ছিলেন স্কাউট প্রশিক্ষক ইমরুন নাহার, ইশিতা দত্ত, সালাউদ্দিন জোদ্দার ও মোঃ মাহবুব আলম প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ