Inqilab Logo

রোববার, ১৯ মে ২০২৪, ০৫ জ্যৈষ্ঠ ১৪৩১, ১০ জিলক্বদ ১৪৪৫ হিজরী

বুর্জ খলিফায় ঝড় তুলল ‘পাঠান’

ইনকিলাব ডেস্ক | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ২:১৪ পিএম

একাধিকবার হিন্দুত্ববাদীদের রোষে ‘পাঠান’। ‘বেশরম রং’ নিয়ে বিতর্কের শেষ নেই। তবে আপাতত শাহরুখের নতুন ছবির উন্মাদনায় বুঁদ বাদশাহের অনুরাগীরা। ‘পাঠান’ মুক্তির অপেক্ষায় প্রায় সকলেই। তারই মাঝে দুবাইয়ের বুর্জ খলিফায় প্রদর্শিত হল ছবির ট্রেলার। বিশ্বের উচ্চতম বুর্জ খলিফার সামনে দাঁড়িয়ে সিগনেচার স্টেপও দেখালেন শাহরুখ।

ক্যাজুয়াল পোশাক। তার সঙ্গে পরনে কালো রংয়ের জ্যাকেট। বুর্জ খলিফায় তখন দেখানো হচ্ছে অ্যাকশনে ভরা ‘পাঠান’ ছবির ট্রেলার। আর সেই প্রোমোশনাল ইভেন্টের মাঝে ‘ঝুমে জো পাঠান’ গানের স্টেপ দেখালেন শাহরুখ। তার মুখে শোনা গেল একাধিক সংলাপ। কখনও তিনি বললেন, ‘পার্টি রাখোগে তো মেহমান নাবাজিকে লিয়ে পাঠান তো আয়েগা অর সাথ মে পটাকা ভি লায়েগা’।

আবার কিং খানের মুখে শোনা যায়, ‘আপনি কুর্সি কি পেটি বাঁধ লো, মৌসম বিগড়নে ওয়ালা হ্যায়’-এর মতো সংলাপও। সব মিলিয়ে মুগ্ধ শাহরুখ অনুরাগীরা। ছবি, ভিডিও ভাইরাল সোশ্যাল মিডিয়ায়।

আগামী ২৫ জানুয়ারি সিনেমা হলে মুক্তি পাবে শাহরুখের কামব্যাক ছবি ‘পাঠান’। ছবি নিয়ে নানা বিতর্কের সৃষ্টি হয়েছে। ছবির ‘বেশরম রং’ গান নিয়ে আপত্তি তোলা হয়েছে। নায়িকা দীপিকা পাড়ুকোনের গেরুয়া বিকিনি পরা নিয়েও বিস্তর জলঘোলা হয়েছে। টুইটারে ট্রেন্ডিং হয়েছে ‘বয়কট পাঠান’। এমন পরিস্থিতিতেই সেন্সর বোর্ডের একটি রিপোর্টের ছবি ভাইরাল। ছবিটি আসল না নকল, তা জানা যায়নি। তবে ওই রিপোর্ট অনুযায়ী, মোট ১০টিরও বেশি দৃশ্যে কাঁচি চালাতে চলেছে সেন্সর বোর্ড। ছবির বেশ কিছু সংলাপে বদল আনার কথা বলা হয়েছে। সূত্র: টাইমস নাউ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ