রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
সাটুরিয়া (মানিকগঞ্জ) উপজেলা সংবাদদাতা : মানিকগঞ্জের সাটুরিয়ায় নারী সংক্রান্ত বিরোধের জেরে এক কৃষি শ্রমিকে হত্যার অভিযোগ পাওয়া গেছে। গতকাল শনিবার দুপুর ১টায় তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য প্রেরণ করেছে পুলিশ। নিহত কৃষি শ্রমিক সাটুরিয়া উপজেলার দরগ্রাম ইউনিয়নের পুনাইল গ্রামের মৃত নইমুদ্দিনের পুত্র মজিবর (৪০)। গতকাল শনিবার সকালে মজিবরের লাশ দরগ্রামের উত্তর রৌহা গ্রামের ফনু মিয়ার ডোবায় খরের পালার খুটির সাথে গলায় রশি বাধানো অবস্থায় দেখে থানায় খবর দিলে পুলিশ গিয়ে লাশ উদ্ধার করে। নিহতের ভাই লুৎফর রহমান জানায়, তার ভাই মজিবরের সাথে স্থানীয় কয়েক যুবকের নারী সংক্রান্ত বিষয়ে বিরোধ চলছিল। তারাই আমার ভাইকে হত্যা করেছে। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি ) জানায়, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মানিকগঞ্জ সদর হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে। এ বিষয়ে সাটুরিয়া থানায় অভিযোগ দায়েরের প্রক্রিয়া চলছে।
পাঁচ বাড়িতে ডাকাতি
মানিকগঞ্জের সাটুরিয়ায় ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটেছে। গতকাল শনিবার ভোর রাতে সাটুরিয়া উপজেলার জান্না দক্ষিন পাড়া এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতরা নগত টাকা ও অলংকারসহ ৫ বাড়ি থেকে দেড় লক্ষাধিক টাকার মালামাল লুটে নিয়েছে। গতকাল শনিবার ভোর রাতে উপজেলার জান্না দক্ষিন পাড়া গ্রামে মৃত মোসলেম উদ্দিন এর পুত্র হযরত আলীর বড়িতে হানা দিয়ে ২টি মোবাইল ফোন, মৃত হোসেন আলীর পুত্র আ: কুদ্দুসের বাড়ি থেকে ১টি মোবাইল ৫ হাজার টাকা, ২ ভরি রুপা ও স্বনের কানের দুল, নুর মহাম্মদ এর পুত্র আশু মিয়া বাড়ি থেকে ৭ ভরি রুপা ১ ভরি স্বর্ণ, মৃত সহিম উদ্দিন এর পুত্র সাজাহান বাড়ি থেকে ৭ ভরি রুপা, সাড়ে ৪ আনা স্বর্ণ, ৩৫০০টাকা ও ১ টি মোবাইল, মৃত জিগির আলীর পুত্র নুর মোহাম্মদ এর বাড়ি থেকে ৪ হাজার টাকা ও মোবাইল ফোন লুটে নেয়। সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল্লাহ সরকার ঘটনার সত্যতা স্বীকার করে জানায়, ৫ বাড়িতে ডাকাতির ঘটনা ঘটলেও ৩টি বাড়ি একই পরিবারের।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।