Inqilab Logo

বুধবার ১৩ নভেম্বর ২০২৪, ২৯ কার্তিক ১৪৩১, ১১ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পাঁচবিবিতে ৫ দিনে ৮ বৈদ্যুতিক মিটার চুরি

| প্রকাশের সময় : ২৫ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

পাঁচবিবি (জয়পুরহাট) উপজেলা সংবাদদাতা : জয়পুরহাটের পাঁচবিবিতে চোরেরা ৫ দিনের ব্যবধানে গভীর ডিপটিউবয়েলের ৭টি ও রাইস মিলের ১টি বৈদ্যুতিক মিটার চুরি করেছে। ফলে আসন্ন বোরো মৌসুমে সেচ নিয়ে দুশ্চিন্তায় পড়েছে কৃষকেরা। ভুক্তভোগী কৃষকেরা জানান, গত রবিবার গভীর রাতে চোরেরা খোন্দ্মহাশুল গ্রামের রায়হানুল ইসলামের ১টি, আংড়া গ্রামের নূর মোহাম্মদ মন্ডলের ১টি, হাজরাপুর মাঝিনা গ্রামের শরীফ উদ্দিন মন্ডলের ১টি, আটাপুর গ্রামের আবু বক্কর সিদ্দিকের ১টি ও বড় রামপুরা গ্রামের আয়েজ উদ্দিনের ১টি মিটার চুরি করে। চোরারা ০১৭০৮ ৫৭৩৩৯৮ নম্বরটি চিরকুটে লিখে ফেলে যায়। এই নম্বরে কৃষকেরা যোগাযোগ করলে তারা মিটার প্রতি দশ হাজার টাকা চাঁদা দাবি করে। এ ঘটনায় গত মঙ্গলবার ভুক্তভোগীরা থানায় অভিযোগ দায়ের করেন। এদিকে একই কায়দায় গত বৃহস্পতিবার গভীর রাতে চোরেরা উপজেলার তেলিহার গ্রামের নবীর উদ্দিনের রাইস মিল থেকে ১টি, একই গ্রামের হিরামানিকের ডিপটিউবয়েলের ১টি ও গোবিন্দপুর গ্রামের হাছেন আলীর ১টি বৈদ্যুতিক মিটার চুরি করে নিয়ে যায়। এ ঘটনায় তারা শুক্রবার থানায় সাধারণ ডায়রী করেন। নবীর উদ্দিন বলেন, চোরারা মোবাইল ফোনে মিটার প্রতি দশ হাজার টাকা চাঁদা দাবি করেছে। পাঁচবিবি পল্লীবিদ্যুৎ সমিতির ডিজিএম শফিউল আলম বলেন, মিটারগুলি মূল্যবান। মিটার ছাড়া বৈদ্যুতিক সংযোগ বন্ধ থাকবে। পাঁচবিবি থানার ওসি (তদন্ত) কিরণ কুমার রায় জানান, মোবাইল ট্রাকিংয়ের মাধ্যমে চোর ধরার চেষ্টা চলছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ