রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সৈয়দ এ. কে. একরামুজ্জামান বলেছেন, নিরপেক্ষ সরকার ব্যতীত বিএনপি কোন নির্বাচনে যাবেনা। আন্দোলনের মাধ্যমে জনগণের ভোটের অধিকার প্রতিষ্ঠা, বেগম খালেদা জিয়ার মুক্তি ও তারেক রহমানকে দেশে ফিরিয়ে আনা হবে। গতকাল শনিবার দুপুরে নাসিরনগর সুখন ভবন চত্বরে নাসিরনগর উপজেলা শাখার দ্বিবার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন, এ সম্মেলনের মাধ্যমে দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের যে আন্দোলন তা আরো বেগবান হবে। তিনি বিএনপির লাখ লাখ কারাবন্দি নেতাকর্মীদের মুক্তির দাবি জানান। অনুষ্ঠানের উদ্বোধন করেন ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক মো. জিল্লুর রহমান।
নাসিরনগর উপজেলা বিএনপির আহবায়ক মোশারফ হোসেন ভূঁইয়া সভাপতিত্বে ও সদস্য সচিব আজিজুর রহমান চৌধুরী সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা বিভাগের সহ-সাংগঠনিক সম্পাদক সাঈদুল হক সাঈদ, ব্রাহ্মণবাড়িয়া জেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য হাফিজুর রহমান মোল্লা কচি, জহিরুল হক খোকন ও সিরাজুল ইসলাম।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।