Inqilab Logo

বৃহস্পতিবার, ০৯ মে ২০২৪, ২৬ বৈশাখ ১৪৩১, ২৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

আগুন পোহাতে গিয়ে বৃদ্ধার মৃত্যু

সিরাজগঞ্জ জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

সিরাজগঞ্জে আবারও শীতের তীব্রতা রেড়েছে। গতকাল শনিবার থেকে তীব্র শীত আর ঘন কুয়াশার সাথে সাথে হিমেল বাতাসে চরম দুর্ভোগে পরেছে যমুনা পাড়ের অসহায় মানুষেরা। এদিকে তীব্র শীতে আগুন পোহাতে গিয়ে সিরাজগঞ্জ শহরের দিয়ার ধানগড়া মহল্লার মৃত রহিচ উদ্দিনের স্ত্রী জহুরা বেগম (৭০) দগ্ধ হয়ে মারা যায়। কয়েকদিন শীত থাকলেও গতকাল শনিবার থেকে সূর্য্যরে মুখ দেখা যাচ্ছে। তীব্র শীতে থমকে গেছে স্কুল কলেজের কোমলমতি শিক্ষার্থীরা। বিশেষ করে মনিং শিফটের শিক্ষার্থীদের কাক ডাকা ভোরে স্কুলে যেতে দুর্ভোগের শেষ নেই। ইতোমধ্যে অনেক শিক্ষার্থীদের শীত জনিত রোগ দেখা দিয়েছে বলে জানা গেছে। এছাড়াও দিনমজুর, কৃষি শ্রমিকরা বিপাকে পরেছে। তীব্র শীতের কারণে বোরো চারা রোপনে কৃষি শ্রমিক সংকট দেখা দিয়েছে। পানিতে নেমে অনেক শ্রমিক কাজ করতে রাজি হচ্ছেনা। তাই শ্রমিকের মজুরিও বেশি বলে কৃষকরা জানান। অন্যদিকে ঘন কুয়াশা পাল্টে দিয়েছে যানচলাচলের দৃশ্যপটও। জেলার বিভিন্ন সড়ক মহাসড়কে যানবাহন গুলিকে হেড লাইট জ্বালিয়ে চলাচল করতে হচ্ছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ