Inqilab Logo

শুক্রবার ০৮ নভেম্বর ২০২৪, ২৩ কার্তিক ১৪৩১, ০৫ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

নাঙ্গলকোটের হাজার বছরের ঐতিহ্য কালিবাড়ির মেলা আজ

নাঙ্গলকোট (কুমিল্লা) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

নাঙ্গলকোট উপজেলার হাজার বছরের ঐতিহ্য ঠান্ডা কালিবাড়ির মেলা ব্যাপক উৎসাহ উদ্দিপনার মধ্য দিযে আজ ১ মাঘ অনুষ্ঠিত হতে যাচ্ছে। অর্থনৈতিক মূল্যমানে প্রায় ১০ কোটি টাকার লেনদেনে পুরোদিন শেষে রাত অবধি ব্যাবসায়িক কার্যক্রম চলবে। এ উপলক্ষে নাঙ্গলকোটের সর্বত্র উৎসবের আমেজ বিরাজ করছে। ট্রেন, বাস, থ্রিহুইলার, সাইকেল রিকশা, এবং দলবেধে পায়ে হেটে মানুষ মেলায় উপস্থিত হন। কিছু অসাধু ব্যবসায়ি জুয়ার আসর বসিয়ে সৌন্দর্য হানি ঘটান। এ বিষয়ে পুলিশ সর্তক বলে থানা সূত্রে জানা গেছে। নাঙ্গলকোট থানা পুলিশ ২দিন পূর্ব হতে ব্যবসায়িদের নিরাপত্তায় পুলিশী তৎপরতা জোরদার করেছে। বড় মাছ ও মিষ্ঠি, মেলার অন্যতম আর্কষণ। এছাড়াও কাঠের সামগ্রী ফর্নিচার, কৃষি সরাঞ্জামাদি, খেলনা শিশু সামগ্রীসহ নিত্য প্রয়োজনীয় সব ধরনের পণ্য এ বাজারে ক্রয়বিক্রয হয় দেদারছে। কুমিল্লার শ্রেষ্ঠ এ বাজারে ফেনী চট্টগ্রাম সিলেটসহ দেশের বিভিন্ন এলাকার লক্ষ লক্ষ জনতার ভীড় জমে। প্রতি বছর বাংলা সনের ১ লা মাঘ এ মেলার আসর বসে। নাঙ্গলকোট উপজেলার ঢালুয়া ইউনিয়নের মেঘরা গ্রামের উপেন্দ্র চন্দ্রের বাড়ির আঙ্গিনায় বসা মেলা কালক্রম এখন বিশাল মাঠে অনুষ্ঠিত হয়ে আসছে। মেলাটি শীতকালে হওয়ায় ঠান্ডা আর কালিবাড়ির আঙ্গিনায় বিধায় ঠান্ডা কালিবাড়ি নাম ধারণ করেছে। ৪/৫ হাজার অস্থায়ী ও ভ্রাম্যমান দোকান বসে। মেলায় ২/৩ লাখ মানুষের ভিড় জমে। মেলার ২/৩দিন আগ থেকে দোকানীরা পসরা সাজাতে শুরু করে এবং ভোর রাতে মেলা ভাঙার পর মালামাল গোছাতে আরো ২/১দিন সময় লাগে। মূলত একদিনের মেলা হলেও সপ্তাহজুড়ে চলে তৎপরতা। মেলার নিরাপত্তায অতিরিক্ত পুলিশ মোতায়েন ও প্রশাসনিক তৎপরতা জোরদার রাখা হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ