রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
ময়মনসিংহের গফরগাঁও উপজেলায় আগুনে ৪ দোকান ছাই হয়ে গেছে। গত শুক্রবার দিনগত রাত সোয়া ১টায় পৌর শহরের শিলাসী এলাকায় এ ঘটনা ঘটে। ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা জানান, রাতে হঠাৎ করে শিলাসী কাশেম মাকের্টের একটি দোকানে আগুন জ্বলতে দেখে স্থানীয় লোকজন। দোকানের গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানে ছড়িয়ে পড়লে মানিক মিয়ার মানিক স্টোরের দুটি দোকান ও বাদল মিয়ার বাদল স্টোরের আরও দুটি দোকান পুড়ে ছাই হয়ে যায়। পরে স্থানীয়রা এগিয়ে এসে ফায়ার সার্ভিসের সাথে প্রায় ঘণ্টাব্যাপী চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে দোকানের মুরগি, ফ্রিজ, মুদি দোকানের মূল্যবান মালামাল ও নগদ টাকাসহ প্রায় ৮ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করেন ক্ষতিগ্রস্থ দোকান মালিকরা। গফরগাঁও ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার রাম প্রসাদ পাল জানান, খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে এ আগুনের সূত্রপাত হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।