Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

পটিয়ায় ভাঙচুর-লুটপাট নারীকে হাতুড়িপেটা

পটিয়া (চট্টগ্রাম) উপজেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

পটিয়ার জিরি ইউনিয়নের সাইঁদাইর এলাকায় বসত বাড়ি দখলের উদ্দেশ্যে সন্ত্রাসী হামলা চালিয়ে এক মহিলাকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে, বসতবাড়ির চতুর্পাশ্বে দেয়া টিনের ঘেড়া ভাঙচুর চালিয়ে লুটপাট করে নেয়ার অভিযোগ পাওয়া গেছে। গতকাল (শনিবার) এ ঘটনায় ক্ষতিগ্রস্থ নারী নুর নাহার মুন্নি বাদী হয়ে আবু ছৈয়দসহ ৮ জনের বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছে। জানা যায়, গত শুক্রবার দুপুরে পটিয়া জিরি ইউনিয়নের সাইদাইর গুয়া সর্দারের বাড়ি এলাকায় নুর নাহার মুন্নি নামের এক মহিলার বসতঘর দখলের উদ্দেশ্যে স্থানীয় আবদুল জলিলের পুত্র আবু ছৈয়দ অর্ধশতাধিক সন্ত্রাসী নিয়ে নুর নাহার মুন্নির বাড়িতে হামলা চালায়। এ সময় সন্ত্রাসীরা টিনের ঘেড়া প্রাচীর ভাঙচুর চালিয়ে মালামাল লুটপাট করে নিয়ে যায়। ভাঙচুরের ঘটনা মোবাইল ফোনে ভিডিও ধারণ করার সময় সন্ত্রাসীরা নুর নাহার মুন্নিকে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করে ও তার হাত থেকে মোবাইল ফোনটি ছিনিয়ে নেয়।
এ ব্যাপারে নুর নাহার মুন্নি জানান, তার বসতঘর দখলের করার উদ্দেশ্যে স্থানীয় আবু ছৈয়দ দীর্ঘদিন ধরে তাকে বিভিন্নভাবে হয়রানি করে আসছে। পটিয়া থানার পরিদর্শক (তদন্ত) রাশেদুল ইসলাম জানান, উক্ত ঘটনার ব্যাপারে পটিয়া থানায় একটি অভিযোগ পাওয়া গেছে। একদল পুলিশ ঘটনাস্থলে গিয়ে তদন্ত করেছে। পরবর্তীতে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ