Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

রাজশাহীতে চালু হলো নতুন সিনেপ্লেক্স

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আধুনিক সুযোগ-সুবিধা নিয়ে রাজশাহী নগরীর আই বাঁধ সংলগ্ন বঙ্গবন্ধু হাইটেক পার্কে চালু হয়েছে স্টার সিনেপ্লেক্সের সপ্তম শাখা। এটি উদ্বোধন করেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল, সিনেপ্লেক্সের প্রধান বিপণন কর্মকর্তা মেসবাহ উদ্দিন আহমেদ, অভিনেত্রী আজমেরী হক বাঁধন, স্থানীয় সাংসদ, নেতৃবৃন্দসহ সাংস্কৃতিক ব্যক্তিত্বরা। সিনেপ্লেক্স উদ্বোধন শেষে ড. হাছান মাহমুদ বলেন, সিনেমা শুধু বিনোদন দেয় না, এটি মানুষের তৃতীয় চোখ খুলে দেয়। সমাজের আড়ালে থাকা বিষয়গুলো উন্মোচন করে, দায়িত্বশীলদের আরও দায়িত্ববান করে তোলে। সিনেমা সমসাময়িক কালকেও সংরক্ষণ করে। বঙ্গবন্ধু হাইটেক পার্কে যেসব প্রযুক্তি সফটওয়্যার তৈরি হচ্ছে সেগুলো দেশের বাইরেও ব্যাপক কদর রয়েছে। এসব কাজ করার পাশাপাশি সামান্যতম হলেও মানুষের বিনোদন দরকার। সেই জায়গাটি তৈরি করেছে স্টার সিনেপ্লেক্স। তাদের হাত ধরে দেশে অন্তত ১০০ সিনেপ্লেক্স হবে। প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, সিনেপ্লেক্স শুধু সিঙ্গেল স্ক্রিন নয়, ডাবল স্ক্রিনেরও ব্যবস্থা করা দরকার। এতে দেশের সিনেমার পাশাপাশি বাইরে দেশের সিনেমাগুলোও চালানো সম্ভব হয়। আমার পক্ষ থেকেও এখানে সেটা চালুর ব্যাপারে যথেষ্ট চেষ্টা থাকবে। স্টার সিনেপ্লেক্সের চেয়ারম্যান মাহবুব রহমান রুহেল বলেন, বরাবরের মতো নান্দনিক পরিবেশ, সর্বাধুনিক প্রযুক্তি সম্বলিত সাউন্ড সিস্টেম, জায়ান্ট স্ক্রিনসহ বিশ্বমানের সিনেমা হলের যাবতীয় সুযোগ-সুবিধা নিয়ে হলগুলো নির্মিত হয়েছে। সিনেপ্লেক্সটি সিনেমা হলের শূন্যতা পূরণে কার্যকরী ভূমিকা রাখবে বলে আমি আশা করছি। উল্লেখ্য, নতুন সিনেপ্লেক্সের এই শাখায় ১৭২টি আসনের একটি স্ক্রিন নিয়ে চালু হয়েছে। উল্লেখ্য, ২০০৪ সালের ৮ অক্টোবর রাজধানীর বসুন্ধরা সিটি শপিং মলে যাত্রা শুরু করে দেশের প্রথম মাল্টিপ্লেক্স সিনেমা হলস্টার সিনেপ্লেক্স। বর্তমানে ঢাকায় ৫ টি শাখা রয়েছে। এছাড়া চট্টগ্রামের বালি আর্কিডে আরেকটি শাখা চালু হয়েছে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ