Inqilab Logo

শনিবার, ১১ মে ২০২৪, ২৮ বৈশাখ ১৪৩১, ০২ জিলক্বদ ১৪৪৫ হিজরী

চলে গেলেন কিংবদন্তি রক গিটারিস্ট জেফ বেক

| প্রকাশের সময় : ১৫ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চিরতরে বিদায় নিলেন কিংবদন্তি ব্রিটিশ রক গিটারিস্ট জেফ বেক। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৭৮ বছর। ১৯৬০ এর দশক থেকে তাঁর কেরিয়ার শুরু হয়েছিল। বুধবার, তার অফিসিয়াল সোশ্যাল হ্যান্ডেল থেকেই তাঁর মৃত্যুর খবর নিশ্চিত করা হয়েছে। তাঁর পরিবারের তরফ থেকে একটি বিবৃতিতে জানানো হয়েছে, গভীর দুঃখের সঙ্গে জানাচ্ছি, জেফ মারা গিয়েছেন। হঠাৎ ব্যাকটেরিয়াজনিত মেনিনজাইটিসে আক্রান্ত হওয়ার পরে, তিনি গতকাল শান্তিপূর্ণভাবে মারা গিয়েছেন। একজন গিটারিস্ট হিসেবে জেফ বেকের অবদান অনস্বীকার্য। তিনি বিশ্বের অন্যতম সেরা রিদম অ্যান্ড ব্লুজ পারফর্মার ছিলেন। মার্কিন সংবাদমাধ্যম অনুযায়ী, বয়সজনিত কারণে দীর্ঘদিন ধরেই তিনি নানা রোগে ভুগছিলেন। বুধবার নিজস্ব বাসভবনেই ‘শান্তিপূর্ণ’ ভাবে মারা যান কিংবদন্তি। অনেক সেলিব্রিটি প্রয়াত সংগীতশিল্পীকে শ্রদ্ধা জানিয়েছেন। বেকের ঘনিষ্ঠ বন্ধু জিমি পেজ (লেড জেপেলিন) জানিয়েছেন, ‘তাঁর প্রশংসা যতই করা হবে তা অত্যন্ত কম। তাঁর কৌশল অনন্য। তাঁর কল্পনা দৃশ্যত সীমাহীন। আপনার লক্ষ লক্ষ ভক্তদের মতো আমিও আপনাকে খুব মিস করব।’ কমেডিয়ান বিল বার টুইটে লিখেছেন, জেফ বেকের মৃত্যুতে আমরা একজন বিস্ময়কর মানুষ এবং বিশ্বের অন্যতম সেরা গিটার বাদককে হারালাম। আমরা সবাই তাঁকে খুব মিস করব। ইংরেজি গায়ক এবং গীতিকার মিক জ্যাগার টুইটে লিখেছেন, জেফ এমন একজন চমৎকার ব্যক্তি, অসামান্য আইকন, প্রতিভাবান গিটার বাদক ছিলেন, যে তাঁর জায়গা কখনও পূরণ হবে না। ব্ল্যাক সাবাথের গিটারিস্ট টনি ইওমি টুইটে লিখেছেন, ‘আমি হৃদয়বিদারক, সে আমার অনুপ্রেরণা ছিলেন। আমি হতবাক এবং বিভ্রান্ত। তিনি আমার একজন ভালো বন্ধু এবং একজন মহান গিটার বাদক ছিলেন।’ ব্রিটিশ গায়ক এবং গীতিকার রড স্টুয়ার্ট একটি বিবৃতিতে বলেছেন, ‘তিনি আমাকে এবং রনি উডকে (রোলিং স্টোন্স) মার্কিন যুক্তরাষ্ট্রে নিয়ে গিয়েছিলেন। ৬০ এর দশকের শেষের দিকে তাঁর ব্যান্ড জেফ বেক গ্রুপে জায়গা দিয়েছিলেন। তারপর থেকে আমরা আর পিছনে ফিরে তাকাইনি।’ কিস ব্যান্ডের গিটারিস্ট এবং গায়ক পল স্ট্যানলি তার শ্রদ্ধা জানাতে ইনস্টাগ্রামে লিখেছেন, ‘দ্য ইয়ার্ডবার্ডস এবং জেফ বেক গ্রুপ থেকে, তিনি এমন একটি পথ দেখিয়েছিলেন আমাদের সবাইকে, যা অনুসরণ করা অসম্ভব।’



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ