Inqilab Logo

বৃহস্পতিবার ২১ নভেম্বর ২০২৪, ০৬ অগ্রহায়ণ ১৪৩১, ১৮ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

গাজীপুরে ইউটা নিটিং কারখানায় অর্ধশত শ্রমিক অসুস্থ

গাজীপুর জেলা সংবাদদাতা | প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ৩:০৪ পিএম

গাজীপুর জেলা সংবাদদাতা : গাজীপুরের ইউটা গ্রুপের ইউটা নিটিং এন্ড ডায়িং কারখানায় গণ মনস্তাত্বিক রোগে আক্রান্ত হয়ে প্রায় অর্ধশত শ্রমিক অসুস্থ হয়ে পড়েছেন। তাদের মধ্যে ১৯ জনকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। বাকীরা বিভিন্ন হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। ভর্তিকৃত রোগীরা আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা।
পুলিশ ও হাসপাতাল সূত্র জানায়, আজ শনিবার সকালে সদর উপজেলার মনিপুর এলাকার ওই কারখানায় শ্রমিকরা কাজে যোগদান করেন। সকাল সাড়ে ৮টার দিকে কারখানার পানি পানের পর হঠাৎ একজন শ্রমিক অসুস্থ হয়ে পড়েন। তাদের মধ্যে বমিবমি ভাব, মাথা ঘোরাসহ বিভিন্ন উপসর্গ দেখা দেয়। এসময় তাদের দেখাদেখি অপর শ্রমিকরাও অসুস্থ হয়ে পড়েন। অসুস্থদের সহকর্মী ও কারখানা কর্তৃপক্ষ তাদের উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে নিয়ে যায়। অসুস্থদের মধ্যে কল্পনা, নাদিরা, সালমা, রুখসানা, আলপনা, আফিফা, সাগরিকা, তানিয়া, জেসমিন, হাইকন, আসমা, রাশিদা, ইতি, মিনা, রাবেয়া, সালমা, সম্পা, ফুলমতি এবং সেলিনাকে শহীদ তাজউদ্দীন আহমদ মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। অসুস্থ পোশাক শ্রমিকরা জানায়, কারখানার সরবরাহ করা পানি পান করার পর তারা একে একে অসুস্থ হয়ে পড়েন।
হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. আব্দুল্লাহ আল মামুন জানান, তাদের হাসপাতালে দুপুর পর্যন্ত ১৯ জন রোগী ভর্তি হয়েছেন। ভর্তিকৃত রোগীরা আশঙ্কামুক্ত বলে জানান তিনি। তাদের মধ্যে প্রাথমিক ভাবে বিষাক্ত কোন কিছুর আলামত পাওয়া য়ায়নি। গণ মনস্তাত্বিক রোগেই তারা আক্রান্ত হয়েছেন।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ