Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ছেলেকে নিয়ে বুবলীর নতুন পোস্টও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১০:২৩ এএম

বর্তমান সময়ে দেশের সবচেয়ে জনপ্রিয় স্টারকিড শেহজাদ খান বীর। বাবা শাকিব খান ও মা বুবলীর তারকা খ্যাতির সুবাদে ছোট্ট বীরও তারকা বনে গেছে। তাকে ঘিরে নেটিজেনদের আগ্রহের কমতি নেই। সোশ্যাল মিডিয়ায় বীরের ছবি পোস্ট করা মাত্রই সেটি ভাইরাল হয়ে যায়। গত বৃহস্পতিবার (১২ জানুয়ারি) বীরের স্টাইলিশ লুকে তোলা কয়েকটি ছবি পোস্ট করেছেন বুবলী। বরাবরের মতোই বুবলীর সেই পোস্টটি নেটিজেনদের নজর কেড়েছে।

সেই সব ছবিতে দেখা যাচ্ছে, ইন করে শার্টের সঙ্গে মানানসই ক্যাপ মাথায় দিয়েছে বীর। তবে তার হাতে শোভা পাচ্ছে একটি ঘড়ি। যেটি মূলত বড়দের ব্যবহারের জন্য। ছবির ক্যাপশনে বুবলী লিখেছেন, লাড্ডু বাবার আরো ছোটবেলায়। অর্থাৎ বীরের ছবিগুলো বর্তমান সময়ের নয়।

ছবিগুলোর নিচে কমেন্ট বক্সে বীরের প্রতি ভালবাসা আর আদরে ভরে দেন নেটিজেনরা। মো রহমান নামে একজন লিখেছেন, 'ওলে বাবাটা' সঙ্গে ভালোবাসার কয়েকটি ইমোজিও দেন। আরেকজন লিখেছেন, 'সো কিউট', এরপর দেন ভালোবাসার ইমোজি। এরপর লিখেছেন, শেহজাদ ভালো থাকো বাবা সবসময়। '

প্রসঙ্গত, কিছুদিন আগেই ব্যক্তিগত জীবন নিয়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে আসেন বুবলী। শাকিব খানের সঙ্গে বিয়ে, সন্তান, ব্যক্তিজীবন- এসব নিয়ে অনেক টানাপোড়নের পর অবশেষে শাকিব-বুবলী দু'জন একইসঙ্গে তাদের ছেলে শেহজাদ খান বীরের ছবি প্রকাশে আনেন।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ