Inqilab Logo

বৃহস্পতিবার ০৭ নভেম্বর ২০২৪, ২২ কার্তিক ১৪৩১, ০৪ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আনুশকা শর্মার বিরুদ্ধে কর ফাঁকির অভিযোগ

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ৯:৩৯ এএম

কর ফাঁকি দেওয়ার অভিযোগ উঠেছে বলিউড অভিনেত্রী ও প্রযোজক আনুশকা শর্মার বিরুদ্ধে। বিক্রয় কর সংক্রান্ত মামলায় বিরাট-পত্নীর বিরুদ্ধে একের পর এক নোটিশ জারি করেছে ভারতের কর বিভাগ। সেই নোটিসকে চ্যালেঞ্জ জানিয়ে বম্বে হাইকোর্টের দ্বারস্থ অভিনেত্রী। সেলস কর বিভাগের অর্ডারটি বাতিল করার আবেদন করেছেন তিনি। বম্বে হাইকোর্টে চারটি আবেদন জানিয়েছেন আনুশকা। বিচারপতি নিতিন জামদার ও অজয় আহুজার ডিভিশন বেঞ্চে চলছে এই মামলা।

জানা গেছে, ২০১২ থেকে ২০১৬- এই চার বছর যে হিসাব কর বিভাগে জমা দিয়েছেন অভিনেত্রী, সেই হিসেবে গলদ আছে বলে দাবি কর বিভাগের। আনুশকার বিরুদ্ধে কর বিভাগের অভিযোগ যে, অভিনেত্রী কর ফাঁকি দিয়েছেন। সেই অভিযোগে অভিনেত্রীকে নোটিশ পাঠিয়েছে কর বিভাগ।

আনুশকার চারটি আবেদনের মধ্যে দুটি আবেদনের শুনানি হয় বৃহস্পতিবার (১২ জানুয়ারি)। নায়িকার অভিযোগের ভিত্তিতে কর বিভাগকে তাদের জবাব জমা দিতে বলেছে ডিভিশন বেঞ্চ। আগামী ৬ ফেব্রুয়ারি এই মামলার পরবর্তী শুনানি।

আনুশকা নিজের পিটিশনে জানিয়েছেন, শুধুমাত্র একজন শিল্পী হিসেবে নয়, তার ওপর করের অঙ্ক চাপানো হয়েছে বিভিন্ন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে চুক্তি করার জন্য ও বিভিন্ন অ্যাওয়ার্ড অনুষ্ঠানে পারফর্ম করার জন্যও। অনুষ্কার দাবি, কোনো সিনেমায় কাজ করা মানেই সেই সিনেমার নির্মাতা বা প্রযোজক হয়ে যাওয়া নয়। আর তার ফলে কপিরাইটসও তার কাছে থাকে না।

তিনি জানিয়েছেন, ২০১২-১৩ সালে তার কাছে ১.০২ কোটির কর চাওয়া হয়। পরের বছরই তা বেড়ে হয়ে যায় ১.৬। তা নিয়েই আদালতের দ্বারস্থ হয়েছেন অভিনেত্রী। তার দাবি, তিনি একজন শিল্পী এবং সেটা মনে রেখেই তার ওপর কর চাপানো উচিত। তিনি যে সমস্ত অ্যাওয়ার্ড ও ফিল্ম-শো তে পারফর্ম করেন, তার সমস্তই তৃতীয় সংস্থার সঙ্গে চুক্তিভিত্তিক।

বিরাটপত্নী আরও অভিযোগ তুলেছেন বিতর্কিত বিক্রয় করের দশ শতাংশ পরিশোধ না করা পর্যন্ত কর্তৃপক্ষের কাছে আবেদন করার কোনো আইন নেই। তাই তিনি আদালতের দ্বারস্থ হয়েছেন। তার দাবি, একজন শিল্পী হিসেবে গণ্য করেই তার ওপর কর চাপানো হোক।

উল্লেখ্য, আনুশকাকে পরবর্তীতে দেখা যাবে ‘চাকদা এক্সপ্রেস’ ছবিতে। মেয়েদের একদিনের ক্রিকেটে সর্বোচ্চ সংখ্যক উইকেটের অধিকারী ভারতের প্রাক্তন ক্রিকেটার ঝুলন গোস্বামীর বায়োপিক এটি। আগামী ২ ফেব্রুয়ারি নেটফ্লিক্সে মুক্তি পাবে ছবিটি।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ