Inqilab Logo

মঙ্গলবার ০৫ নভেম্বর ২০২৪, ২০ কার্তিক ১৪৩১, ০২ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

ইজতেমায় আরও এক মুসল্লির মৃত্যু

অনলাইন ডেস্ক | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১১:৪৫ পিএম

গাজীপুরের টঙ্গীতে বিশ্ব ইজতেমার প্রথম দিনে মো. আক্কাস আলী (৫০) নামে আরও এক মুসল্লির মৃত্যু হয়েছে। শুক্রবার (১৩ জানুয়ারি) বিকেলে ইজতেমা মাঠে তার মৃত্যু হয়। এ নিয়ে ইজতেমায় তিন মুসল্লির মৃত্যু হলো।

আক্কাস আলী ঢাকার যাত্রবাড়ী উত্তরপাড়া এলাকার বাসিন্দা বিল্লাল হোসেনের ছেলে। অন্যরা হলেন- গাজীপুর শহরের ভুরুলিয়া এলাকার বাসিন্দা আবু তৈয়ব ওরফে আবু তালেব (৯০) ও সিলেটের জৈন্তাপুর উপজেলার হরিপুরের হেমুবটেপাড়ার মো. নুরুল হক (৬৩)।

শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের ইজতেমা কন্ট্রোল রুমে দায়িত্বরত হেলথ ইন্সপেক্টর এসএম সাইফুল ইসলাম জানান, শুক্রবার বিকেলে ইজতেমা ময়দানে ৬৮নং খিত্তায় হঠাৎ অসুস্থ্য হয়ে পড়েন আক্কাস আলী। পরে তাকে শহীদ আহসান উল্লাহ মাস্টার জেনারেল হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ইজতেমা কন্ট্রোল রুমে থাকা রেজিস্ট্রারে এ তিনজনের মৃত্যুর তথ্যই আছে।

এর আগে বৃহস্পতিবার (১২ জানুয়ারি) সকালে বার্ধক্যজনিত রোগে আবু তৈয়ব ও অ্যাজমায় নুরুল হক মারা যান। পরে দুপুরে ইজতেমা ময়দানে জানাজা শেষে তাদের মরদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয় বলে জানান বিশ্ব ইজতেমার আয়োজক কমিটির সদস্য প্রকৌশলী আব্দুন নূর।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ