বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
অগ্নি-নিরাপত্তা সরঞ্জাম আমদানির ক্ষেত্রে অগ্রিম কর বা অ্যাডভান্স ট্যাক্স (এটি) অব্যাহতির সুযোগ বহাল রয়েছে, ফলে আমদানিকারকদের উপর এটি আরোপ হবে না। এ সংক্রান্ত বিধি-বিধান (এসআরও) নিয়ে ফিল্ড অফিসগুলোতে ধোঁয়াশা তৈরি হওয়ার প্রেক্ষাপটে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) গত বৃহস্পতিবার একটি ‘ক্লারিফিকেশন’ প্রকাশ করেছে। এনবিআরের সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কিছু শর্ত পরিপালন করে এ ধরণের যন্ত্রপাতি আমদানির ক্ষেত্রে আগেও অগ্রিম কর অব্যাহতি ছিলো। কিন্তু ২০২১ সালের মে মাসে এ সংক্রান্ত কাস্টমসের আদেশ সংশোধনকালে ভ্যাট বিভাগ হতে আলাদাভাবে সংশোধনের বিষয়টি যুক্ত হয়নি। ফলে আমদানি পর্যায়ে এই ভ্যাট কর্তন করা নিয়ে ধোঁয়াশা তৈরি হয়। সূত্র জানায়, একাধিক প্রতিষ্ঠানের কাছ থেকে এই কর কর্তনও করা হয়। এনবিআরের ভ্যাট বিভাগের একজন সিনিয়র কর্মকর্তা বলেন, সম্প্রতি চট্টগ্রাম কাস্টমস হাউজে একটি আমদানির চালানে এই কর কর্তন করা নিয়ে বিভ্রান্তি তৈরি হওয়ার পর তারা এনবিআরের কাছে ক্লারিফিকেশন দেয়ার অনুরোধ জানান। এরপর গত বৃহস্পতিবার এনবিআর জানিয়ে দেয় অগ্রিম কর প্রযোজ্য হবে না।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।