রামগতিতে আ.লীগ নেতাকে বহিষ্কার
লক্ষ্মীপুরের রামগতি উপজেলার চরআলগী ইউপি নির্বাচনে চেয়ারম্যান পদে বিদ্রোহী প্রার্থী হওয়ায় ইউনিয়ন আ.লীগের সাধারণ সম্পাদক সাহেদ আলী মনুকে দলীয় পদ থেকে বহিষ্কার করা হয়েছে। গত
লক্ষ্মীপুরের কমলনগরে গত ৪ দিনেও খোঁজ মেলেনি স্কুলছাত্র রিহানের। পারিবারিক সুত্রে জানা যায়, গত বুধবার রিহানের পরিবার কমলনগর থানায় জিডি করেছে। মো. রিহান (১৩) কমলনগরের হাজিরহাট ইউনিয়নের ৩নং ওয়ার্ডের সফিউল্লাহ হাজিবাড়ির প্রবাস ফেরত আবু তাহেরের ছেলে ও উপজেলার চরকালকিনি আর্দশ হাই স্কুলের ৭ম শ্রেণির ছাত্র। একমাত্র ছেলে বাড়িতে ফিরে না আসায় দিশেহারা তার বাবা মা ও পরিবার। রিহানের চাচা মো. রাসেল জানায়, গত মঙ্গলবার সকাল ৯টায় রিহান বাড়ি থেকে চরকালকিনি উচ্চ বিদ্যালয়ের উদ্দেশ্যে বের হয়। কিন্ত তিনদিন পরেও বাড়িতে ফিরে আসেনি। মঙ্গলবার সন্ধ্যায় পর্যন্ত তাকে না পেয়ে আত্মীয় স্বজনদের বাড়িতে খোঁজ নেয়া হয়েছিল। পরে মঙ্গলবার সন্ধ্যায় হতে বুধবার রাত পর্যন্ত লক্ষ্মীপুর ও নোয়াখালীর বিভিন্ন এলাকায় মাইকিং করা হয়। বৃহস্পতিবার রাতে চর কালকিনি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক বেলায়েত হোসেন বেলাল জানান, ছাত্র রিহান ৪ থেকে ৯ জানুয়ারি পর্যন্ত বিদ্যালয়ে উপস্থিত ছিল। কিন্ত মঙ্গলবার সে বিদ্যালয়ে উপস্থিত হয়নি। তিনি আরো জানান, ছাত্র হিসেবে রিহান খুবই ভদ্র এবং শান্ত ছিল। এদিকে নিখোঁজ স্কুল ছাত্রের সন্ধান পেলে ফোন নাম্বার ০১৮৩৬২৩৬২০৫/০১৮৭৫০০৪৯৩৪ তে জানানোর জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ করা হয়েছে।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।