বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
শেরপুরে ট্রাক-সিএনজি সংঘর্ষে বাবা ছেলেসহ সিএনজির তিন যাত্রী নিহতের ঘটনা ঘটেছে। আহত হয়েছে আরো তিনজন।
আজ রাত সাড়ে ৭ টার দিকে শেরপুর সদরের তাতালপুর এলাকায় এ ঘটনা ঘটে। পুলিশ ট্রাক আটক করলেও পালিয়ে যায় ঘাতক ট্রাক চালক৷
নিহতরা হলেন, নালিতাবাড়ীর তিনআনী দোহালিয়ার রফিক মিয়া ও তার ছেলে রাব্বি । তবে নিহত অপর একজনের নাম ঠিকানা পাওয়া যায়নি।
আহত রাজনগরের মোহাম্মদ আলী ও সিএনজি চালক হাবিবুরে অবস্থা আশঙ্কা জনক।
শেরপুর সদর হাসপাতালের কর্তব্যরত চিকিৎসক শাহনেওয়াজ নোমান জানায়, দূর্ঘটনায় তিনজনকে মৃত্যু অবস্থায় হাসপাতালে নিয়ে আসে স্থানীয়রা। আরও তিনজন হাসপাতালে ভর্তি রয়েছে। এদের মধ্যে একজন আশংকাজনক অবস্থায় রয়েছে। সদর থানার এস আই কামরুজ্জামান জানান, চালের ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে সদর উপজেলার তাতালপুরের বলস্বর ব্রীজের সামনে এ সড়ক দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় ট্রাকটি আটক রয়েছে। ট্রাক চালক পালিয়ে গেছে। আমরা ঘটনাস্থলে কাজ করছি।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।