Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

অজ্ঞান পার্টির কাজ বলে ধারণা রাজধানীর দারুস সালাম থেকে অজ্ঞাত ব্যক্তির লাশ উদ্ধার

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

স্টাফ রিপোর্টার : রাজধানীর দারুস সালাম থানা এলাকা থেকে অজ্ঞাত (৪৫) এক ব্যক্তির লাশ উদ্ধার হয়েছে। অজ্ঞান পার্টির খপ্পড়ে পড়ে তার মৃত্যু হয়েছে বলে ধারণা করছে পুলিশ। এ ছাড়া খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে এক রিকশাচালক আহত হয়েছেন।
পুলিশ ও মেডিক্যাল সূত্র জানায়, গত বৃহস্পতিবার  মধ্য রাতে দারুস সালাম থানাধীন কল্যাণপুর চার্চের সামনের রাস্তায় অচেতন অবস্থায় এক ব্যক্তিকে পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। পুলিশ তাকে উদ্ধার করে স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যায়। সেখানে চিকিৎসক তাকে মৃত বলে ঘোষণা করেন। তার পকেটে ব্যাংকের একটি চেকবই পাওয়া যায়।
দারুস সালাম থানার ওসি (তদন্ত) ফারুকুল আলম বলেন, অজ্ঞানপার্টির খপ্পরে পড়ে ওই ব্যক্তি মারা গেছেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে অন্য কোনো কারণেও তিনি মারা গেছেন কিনা তা নিশ্চিত হতে লাশ ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল মর্গে পাঠানো হয়েছে। নিহত ব্যক্তির নাম-পরিচয় জানার চেষ্টা চলছে।
এদিকে গতকাল শুক্রবার ভোর ৫টার দিকে  খিলগাঁওয়ে ছিনতাইকারীর ছুরিকাঘাতে রমজান আলী (৪০) নামে এক রিকশাচালক গুরুতর আহত হয়েছেন। পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে ভর্তি করান।
রিকশাচালক রমজান আলীর ছেলে আল আমিন বলেন, তারা সবুজবাগের মাদারটেক এলাকায় থাকেন। তার বাবা গ্রামের বাড়ি ময়মনসিংহ যাওয়ার জন্য ভোরে বাসা থেকে বের হন। পায়ে হেঁটে কমলাপুর রেলস্টেশনে যাওয়ার সময় খিলগাঁও গোড়ান আলী আহমদ স্কুলের সামনে ২-৩ জন ছিনতাইকারী তার পথরোধ করে দুই হাত ও পায়ে ছুরিকাঘাত করে। এ সময় তার সাথে থাকা পাঁচ হাজার টাকা ও একটি মোবাইল ফোন ছিনিয়ে নিয়ে যায়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ