Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সংসারের চাপে আড়ালে পপি!

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত চিত্রনায়িকা সাদিকা পারভিন পপি প্রায় দুই বছর ধরে নিজেকে লোকচক্ষুর অন্তরালে রেখেছেন। এমনকি তার পরিবারের লোকজনের সাথেও তেমন যোগাযোগ নেই। কেবল তার অত্যন্ত ঘনিষ্ট দুয়েকজন ছাড়া কারো সাথে যোগাযোগ করেন না। এ নিয়ে নানা সময়ে গুঞ্জণ ছড়িয়েছে। তিনি বিয়ে করেছেন, সন্তানের মা হয়েছেন এমন কথা ছড়ায়। তবে এসবের সত্যতা অনেক আগেই তার ঘনিষ্টজনরা নিশ্চিত করেন। ২০২১ সালের অক্টোবরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে পুত্র সন্তানের জন্ম দেন। তারপর থেকে সন্তান ও সংসার নিয়ে তার ব্যস্ত সময় কাটছে। এ কথাও শোনা যায়, তার স্বামী চাচ্ছেন না, পপি আবার চলচ্চিত্রে ফিরুক। সংসার নিয়েই ব্যস্ত থাকুক। এজন্য নাকি তাকে বেশ চাপে রেখেছেন। জানা যায়, ধানমন্ডিতে একটি বাসায় পপি সংসার করছেন। এ বাসায় তার ছোট বোন সুমি নিয়মিত যাওয়া-আসা করলেও, তার স্বামীর অনীহার কারণে নাকি তাদের আর দেখা-সাক্ষাৎ হয় না। এদিকে, পপির আড়াল থাকার কারণে আটকে আছে কয়েকটি সিনেমা। এর মধ্যে রয়েছে, রাজু আলীম ও মাসুমা তানির নির্মাণাধীন সিনেমা ‘ভালোবাসার প্রজাপতি’ এবং আরিফুর জামান আরিফের ‘কাঠগড়ায় শরৎচন্দ্র’। মুক্তির অপেক্ষায় আছে সাদেক সিদ্দিকী পরিচালিত ‘ডাইরেক্ট অ্যাটাক’ সিনেমাটি।



 

Show all comments
  • Md Parves Hossain ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:২১ এএম says : 0
    এটাই ভালো বিষয়।
    Total Reply(0) Reply
  • Somnath Chakraborty ১৪ জানুয়ারি, ২০২৩, ৮:২১ এএম says : 0
    This is so good
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ