বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
স্টাফ রিপোর্টার : বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের কেন্দ্রীয় সভাপতি মুহাম্মদ আব্দুর রহীম সাঈদ বলেছেন জ্ঞান-বিজ্ঞানে মুসলমানরা একসময় বিশ্ব জয় করেছিল। চরিত্র মাধুর্য্যে তারা ছিলেন বিশ্বের রোল মডেল। বিশ্বনবী সা. ও সাহাবায়ে কেরামের আদর্শ থেকে বিচ্যুত হওয়ার কারণে যোগ্য নেতৃত্ব তৈরি হচ্ছে না। ভোগবাদী আর পূজিবাদী চিন্তাধারা গ্রাস করেছে পুরো সমাজকে। ফলে দেশে দেশে নর্যাতিত, নিগৃহীত হচ্ছে মুসলিম মিল্লাত। ভুলন্ঠিত হচ্ছে মানবতা। এ থেকে পরিত্রাণ পেতে হলে ছাত্র মজলিসের দায়িত্বশীলদেরকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েমের আন্দোলনে নেতৃত্ব দেয়ার মতো যোগ্য করতে হবে। গতকাল বিকালে বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের উদ্যোগে পল্টনস্থ মজলিস মিলনায়তনে আয়োজিত দু’দিনব্যাপী কেন্দ্রীয় দায়িত্বশীল কর্মশালায় সমাপনী অধিবেশনে সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। সংগঠনের সেক্রেটারি জেনারেল মুহাম্মদ রহমত আলীর পরিচালনায় অনুষ্ঠিত অধিবেশনে বক্তব্য রাখেন প্রাক্তন কেন্দ্রীয় সভাপতি মাওলানা এনামুল হক মুসা, মাওলানা আজিজুর রহমান হেলাল, প্রাক্তন সেক্রেটারি জেনারেল মাওলানা এস এম আল যোবায়ের, সাবেক ঢাকা মহানগর সভাপতি মাওলানা আব্দুল মুমিন, জাহাঙ্গীর হোসাইন, কেন্দ্রীয় প্রশিক্ষণ সম্পাদক সাইদুর রহমান সানী, প্রচার ও অফিস সম্পাদক মুহিবুর রহমান সুহেল প্রমুখ।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।