Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একই বিজ্ঞাপনচিত্রে রুনা লায়লা আলমগীর ফেরদৌস ও আঁখি আলমগীর

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

একই বিজ্ঞাপনচিত্রে একসঙ্গে মডেল হলেন রুনা লায়লা, আলমগীর, ফেরদৌস ও আঁখি আলমগীর। গত মঙ্গলবার এফডিসিতে একটি হাউজিং-এর বিজ্ঞাপনচিত্রে তাদের নিয়ে শুটিং করেন নির্মাতা অনন্য মামুন। ফেরদৌস বলেন, আমার অভিনয় জীবনের এটা পরম সৌভাগ্য যে, আমাদের দেশের গর্ব, উপমহাদেশের নন্দিত সঙ্গীতশিল্পী রুনা লায়লা আপার সঙ্গে অভিনয় করার সুযোগ পেয়েছি। এই বিজ্ঞাপনে যখনই আমাকে কাজ করার প্রস্তাব দেয়া হয় তখন মূলত আলমগীর ভাই, রুনা আপা এবং আঁখির সঙ্গেই একই ফ্রেমে কাজ করার সুযোগ হাতছাড়া করতে চাইনি। বিশেষত রুনা আপার সঙ্গে কাজ করার এই অসাধারণ সুযোগটি আমি কোনোভাবেই হাতছাড়া করতে চাইনি। বিজ্ঞাপনটির গল্পে আমাকে আলমগীর ভাই রুনা আপার মেয়ে আঁখির জামাইয়ের চরিত্রে অভিনয়ে দেখা যাবে। আমি বিজ্ঞাপনটিতে কাজ করে মুগ্ধ। কারণ সঙ্গীতের এই পরিবারের প্রতি আমার রয়েছে শ্রদ্ধা ও ভালোবাসা। আলমগীর ভাই আমাদের দেশের কিংবদন্তী নায়ক, তিনি আমাদের অভিনয়ের অনুপ্রেরণা। রুনা আপা’র সঙ্গে অভিনয় বলা যেতে পারে আমার অভিনয় জীবনের অনেক বড় প্রাপ্তি। আর আঁখি তার নিজের মেধায়, নিজের মিষ্টি কন্ঠ দিয়ে এই দেশের শ্রোতাপ্রেমীদের মন জয় করে নিয়েছে। এই গুণী শিল্পীদের সঙ্গে একই ফ্রেমে থাকতে পারার মধ্যে ভীষণ ভালোলাগা কাজ করেছে। বিজ্ঞাপনটি প্রচারে এলে সকলের ভালো লাগবে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ