Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

আজ সঙ্গীতশিল্পী ধ্রুব গুহ’র জন্মদিন

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

আজ কণ্ঠশিল্পী ধ্রুব গুহ’র জন্মদিন। সঙ্গত অনুরাগী এই শিল্পী সঙ্গীতকে ভালোবেসে প্রতিষ্ঠা করেছেন অডিও প্রযোজনা প্রতিষ্ঠান ‘ধ্রুব মিউজিক স্টেশন’ (ডিএমএস)। প্রতিষ্ঠার পর থেকেই তার মেধা, প্রজ্ঞা আর একনিষ্ঠ প্রচেষ্টায় আলোচনার কেন্দ্রবিন্দুতে নিয়ে এসেছেন ধ্রুব মিউজিক স্টেশনকে। এর মাধ্যমে নতুন নতুন প্রতিভাবান শিল্পী উপহার দিয়েছেন। ধ্রুব গুহ বলেন, জন্মদিনে প্রথম যে কাজটা করি, তা হচ্ছে বাবা মায়ের আশীর্বাদ নিই এবং স্রষ্টার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করি। এরপর দিনের বেশিরভাগ সময় নিজের পরিবারের সাথে কাটানোর চেষ্টা করি। এছাড়াও নিজের প্রিয় কর্মস্থল ধ্রুব মিউজিক স্টেশনের সদস্য ও শুভাকাক্সক্ষীদের সাথে জন্মদিনের আনন্দ ভাগাভাগি করে নিই। আমার মনে হয়, জন্মদিনে আগামী বছরের জন্য সুস্থ, সুন্দর ও সঠিক পরিকল্পনা আর সেই পরিকল্পনার বাস্তবায়নের সাধ্যমত চেষ্টা করে যাওয়াটাই জন্মদিন উদযাপন সার্থক হয়ে ওঠে। এদিকে ধ্রুব গুহ জানান, ফেব্রুয়ারি মাসে প্রকাশিত হবে তার নতুন গান ‘দাগা’। এখন চলছে এর ভিডিও নির্মাণের কাজ। শিগগির গানটি ধ্রুব মিউজিক স্টেশন থেকে প্রকাশ পাবে। প্রসঙ্গত, ‘শুধু তোমার জন্য’ ও ‘যে পাখি ঘর বোঝে না’ এ গানের মাধ্যমে সঙ্গীতাঙ্গনে সাড়া ফেলেন ধ্রুব গুহ। এরপর একে একে তিনি প্রকাশ করেছেন ‘আদরে রাখিও বন্ধু’, ‘একলা পাখি’, ‘তোমার ইচ্ছে হলে’ ও ‘তোমার উঁকিঝুঁকি’ শিরোনামের আরও কিছু গান। মেলোডি সুরের গানগুলো শ্রোতাদের কাছে বেশ প্রশংসিত হয়।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ