Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউড শীর্ষ পাঁচ

| প্রকাশের সময় : ১৪ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

১. দ্য ওয়াই
২. কুট্টি
৩. মুম্বাই মাফিয়া : পুলিশ ভার্সেস আন্ডারওয়ার্ল্ড
৪. এক চুপ
৫. সার্কাস

দ্য ওয়াই
‘জিরো মেড ইন ইন্ডিয়া’খ্যাত কন্নড় ভাষাভিত্তিক চলচ্চিত্র পরিচালক গিরিদেবা রাজ ওরফে গিরিদেবা হাসনের প্রথম হিন্দি ফিল্ম। সাইকোলজিকাল হরর ধারার ফিল্ম। কাহিনীর প্রধান চরিত্র দীক্ষা (লিওনিলা ডি’সুজা)। এক সড়ক দুর্ঘটনায় সে তার বাবামাকে হারায়। একই দুর্ঘটনায় তার স্মৃতি, শোনা ও কথা বলার ক্ষমতাও নষ্ট হয়ে যায়। উত্তরাধিকার সূত্রে সে একটি বাড়ির দখল পায়। বিয়ের পর সে তার স্বামীকে নিয়ে সেই বাড়িতে ওঠে। দীক্ষা আর একটি পুরনো ঘড়িকে নিয়ে শুরু হয় ভৌতিক সব কাণ্ড। অতিপ্রাকৃতিক সব অভিজ্ঞতা হতে থাকে দীক্ষার। তার স্বামী আবার এসবে বিশ্বাস করতে পারে না। মনোচিকিৎসকের কাছে নিয়ে যাওয়া হয় তাকে। চিকিৎসক জানায় দীক্ষা যে অভিজ্ঞতা বা দুঃস্বপ্নের কথা বলছে তার সবই পিএসটিডি বা পোস্ট ট্রম্যাটিক স্ট্রেস ডিসঅর্ডার থেকে উদ্ভূত। তার এই মনোরোগের চিকিৎসা করলেই সব ঠিক হয়ে যাবে। কিন্তু বাড়ির মালী আর কাজের লোকের বিশ্বাস বাড়িতে আসলেও ভূত আছে। শেষ পর্যন্তে এই রহস্যের কিনার হবে?



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ