Inqilab Logo

রোববার, ১২ মে ২০২৪, ২৯ বৈশাখ ১৪৩১, ০৩ জিলক্বদ ১৪৪৫ হিজরী

পদ্মার এক বাঘাইড় মাছের দাম ৩৩ হাজার ৩৪০ টাকা

গোয়ালন্দ( রাজবাড়ী) সংবাদদাতা | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ৫:২৮ পিএম

পদ্মা নদীতে ধরা পড়লো বিশাল এক বাঘাইড় মাছ। মাছটির ওজন ২৬ কেজি ৭০০ গ্রাম।

শুক্রবার ১৩ জানুয়ারি সকালে দৌলতদিয়া বাইপাস সড়কের পাশে মৎস্য আড়ৎতে মাছটি নিয়ে আসে হালদার সুকুমার। উন্মুক্ত ডাকের মাধ্যমে ১২ শত টাকা কেজি দরে মোট ৩২ হাজার ৪০ টাকা দিয়ে মাছটি কিনে নেয় স্থানীয় মৎস্য ব্যবসায়ী সম্রাট শাহজাহান। পরে মাছটি ১২৫০ টাকা কেজি দরে মোট ৩৩ হাজার ৩ শত ৪০ টাকায় ঢাকায় ব্যবসা নিকটে বিক্রি করে দেয়

গোয়ালন্দ উপজেলা মৎস্য কর্মকর্তা শাহরিয়ার জামান সাবু বলেন, এত বড় মাছ সচরাচর চোখে পড়ে না এ মাছগুলো খেতে খুব সুস্বাদু হয়।এ মাছগুলো সাধারণত ফ্যাশন ও গুটি কোনা জালে ধরা পড়ে থাকে।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ