Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

কুষ্টিয়ায় আট ইটভাটা মালিকের ২০ লাখ টাকা জরিমানা

কুষ্টিয়া থেকে স্টাফ রিপোর্টার | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১১:৫৭ পিএম

কুষ্টিয়ার কুমারখালীতে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বৃহস্পতিবার (১২ জানুয়ারি) দিনভর অভিযান চালিয়ে এ আদেশ দেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত।
অর্থদণ্ডপ্রাপ্ত ভাটাগুলো হলো- এআরবি ব্রিকস, এমএমএ ব্রিকস, এবিসি ব্রিকস, এমএসবি ব্রিকস, কেআরবি ব্রিকস, আরজেডবি ব্রিকস, এসএএন ব্রিকস ও এইচ আর বি ব্রিকস।
কুষ্টিয়া পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতাউর রহমান জানান, ইটভাটা উচ্ছেদে নিয়মিত অভিযান চালানো হয়। উন্নত যোগাযোগ ব্যবস্থা না থাকায় চরসাদিপুরে এসব অবৈধ ইটভাটাকে গুঁড়িয়ে দেওয়া সম্ভব হয় না
এ ব্যাপারে উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. আমিরুল আরাফাত বলেন, কাগজপত্র না থাকায়, কৃষিজমি ব্যবহার, কয়লার বদলে কাঠ পোড়ানোসহ নানা অপরাধে আট ইটভাটা মালিককে ২০ লাখ টাকা জরিমানা করা হয়েছে। সময় স্বল্পতার কারণে সবগুলো ইটভাটায় অভিযান চালানো যায়নি। পর্যায়ক্রমে সব অবৈধ ইটভাটায় অভিযান চালানো হবে।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ