Inqilab Logo

শুক্রবার ২৩ নভেম্বর ২০২৪, ০৮ অগ্রহায়ণ ১৪৩১, ২০ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

সুপ্রিমকোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান হলেন বিচারপতি নাইমা হায়দার

স্টাফ রিপোর্টার : | প্রকাশের সময় : ১৩ জানুয়ারি, ২০২৩, ১২:০১ এএম

সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটির চেয়ারম্যান নিযুক্ত হলেন হাইকোর্ট বিভাগের বিচারপতি নাইমা হায়দার। প্রধান বিচারপতি হাসান ফয়েজ সিদ্দিকী তাকে এ পদে মনোনীত করেন। গতকাল বৃহস্পতিবার এ তথ্য জানান আপিল বিভাগের রেজিস্ট্রার ও স্পেশাল অফিসার মোহাম্মদ সাইফুর রহমান।
তিনি জানান, গত ৫ জানুয়ারি হাইকোর্ট বিভাগের রেজিস্ট্রার মুন্সী মো. মশিয়ার রহমান এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করেন। সুপ্রিম কোর্ট লিগ্যালএইড কমিটির চেয়ারম্যান হিসেবে বিচারপতি নাঈমা হায়দার বিচারপতি মো. জাহাঙ্গীর হোসেনের স্থলাভিষিক্ত হলেন।
প্রসঙ্গত: বাংলাদেশের পঞ্চম প্রধান বিচারপতি বদরুল হায়দার চৌধুরীর কন্যা বিচারপতি নাইমা হায়দার। ডেপুটি অ্যাটর্নি জেনারেল হিসেবে দায়িত্ব পালনকালে ২০০৯ সালে হাইকোর্ট বিভাগের অতিরিক্ত বিচারপতি হিসেবে নিয়োগ পান তিনি। ২০১১ সালে তাকে হাইকোর্ট বিভাগের স্থায়ী বিচারপতি নিয়োগ দেয়া হয়।
শিক্ষা জীবনে তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে এলএলবি ও এলএলএম ডিগ্রি অর্জন করেন। পরে কলম্বিয়া বিশ্ববিদ্যালয় থেকেও এলএলএম এবং পিএইচডি ডিগ্রি লাভ করেন।
এছাড়া তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়, ইউনিভার্সিটি অব ক্যালিফোর্নিয়া, বার্কলে, লন্ডন বিশ্ববিদ্যালয়েও পড়াশোনা করেন। ১৯৮৯ সালে তিনি ঢাকা জজ কোর্টে আইন পেশায় নিযুক্ত হন। ১৯৯৩ সালে হাইকোর্ট বিভাগ ও ২০০৪ সালে আপিল বিভাগের আইনজীবী হিসেবে অ্যানরোলড হন। অস্বচ্ছল বিচারপ্রার্থীদের বিনামূল্যে আইনি সেবা প্রদানে ২০১৪ সালে গঠিত হয় সুপ্রিম কোর্ট লিগ্যালএইড কমিটি।
বিচারপতি নিজামুল হক নাসিম ছিলেন কমিটির প্রথম চেয়ারম্যান। পরে বিচারপতি এম. ইনায়েতুর রহিম এবং বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম পর্যায়ক্রমে চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেন। গত ৮ ডিসেম্বর বিচারপতি জাহাঙ্গীর হোসেন সেলিম আপিল বিভাগের বিচারপতি নিযুক্ত হলে পদটি শূণ্য হয়।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ