Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

যানজটের কারণে হয়নি শুটিং, দেড় লাখ টাকার ক্ষতি!

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৮:৫৮ পিএম

ঢাকার যানজটের কথা সবারই জানা। আজ (১২ জানুয়ারি) বৃহস্পতিবার সকাল থেকে তীব্র যানজট ছিল। আর এই যানজটের কবলে শুটিং বাতিল করতে হয়েছে ধারাবাহিক নাটক ‘মা-বাবা ভাই বোন’ ইউনিটকে। আজ সকাল ৭টা থেকে রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টরে নাটকটির শুটিং শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সকাল এগারটার পরও শিল্পীরা বিভিন্ন রাস্তায় জ্যামে আটকে থাকায় শুটিংটি বাতিল করতে বাধ্য হন পরিচালক হাসান রেজাউল।

পরিচালক হাসান রেজাউল বলেন, ‘আজকে ছিল ধারাবাহিকটির শেষ দিকের শুটিং। সবার আগামী দুই দিনের ডেটও নেওয়া ছিল। কিন্তু জ্যামের কারণে সব ভেস্তে গেল। কল টাইমের ৪ ঘণ্টা পরও যখন সবাই একেকজন একেক রাস্তায় আটকে ছিলেন, তখন বাধ্য হয়েই শুটিং বাতিল করতে হয়েছে। এটা খুবই দুঃখজনক।’

এই নির্মাতা আরও জানান, ‘নাটকের শুটিংয়ের ডেট নেওয়ার থাকলে শুটিং হোক না হোক কিছু খরচ হবেই। আজকে আমাদের প্রায় দেড় লাখ টাকার ক্ষতি হলো। আগামী দুই দিনসহ ধরলে প্রায় সাড়ে চার লাখ টাকার ক্ষতি। প্রসিউসার আর্থিকভাবে এই ক্ষতির মুখে পড়েছেন। শিল্পী কলা-কুশলী সবারই ক্ষতি হয়েছে।’

জানা গেছে, আজকের শুটিংয়ে অংশ নেওয়ার কথা ছিল জনপ্রিয় অভিনেত্রী শবনম ফারিয়া, শহীদুজ্জামান সেলিম, সাবেরী আলম, মিলি বাশার, মাসুম বাশার, সারিকা সাবা, আবু হুরায়রা তানভীর, নাবিলা ইসলাম প্রমুখের। কিন্তু কল টাইমের ৪ ঘণ্টা পেরিয়ে গেলেও জ্যামের কারণে কেউ লোকেশনে পৌঁছাতে পারেননি।

শবনম ফারিয়া বলেন, আজ আমাদের যে পর্বের শুটিং ছিল সেটার জন্য সবারই পৃথক প্রস্তুতি ছিল। সবাইকে অনেক পরিকল্পনা করতে হয়েছে। এর থেকেও বড় কথা শিল্পীদের সঙ্গে সময় মেলানো খুবই কঠিন। এভাবে শুটিং বাতিল হলে খুবই হতাশার।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ জানুয়ারি) মধ্যরাত থেকে সৃষ্টি হওয়া যানজট বিমানবন্দর এলাকা ছাড়িয়ে রাজধানীর মহাখালী, রামপুরা এবং মিরপুর সড়কে কালশী পর্যন্ত পৌঁছায়। ফলে ওই সব সড়কে চলাচলকারীরা পড়েন বিপাকে।



 

Show all comments
  • Liakat ১২ জানুয়ারি, ২০২৩, ১০:০৮ পিএম says : 0
    Flyover metro haice janjot keno
    Total Reply(0) Reply

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ