Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

একঝাঁক তরুণ নিয়ে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৬:২৫ পিএম

স্নাতক শেষ হওয়ার আগে বা পরে শিক্ষার্থীদের জন্য সবচেয়ে বড় ভয়ের নাম হলো ইন্টার্নশিপ। সেই জীবনের নানান গল্প নিয়েই নির্মিত হয়েছে ওয়েব সিরিজ ‘ইন্টার্নশিপ’। রেজাউর রহমানের পরিচালনায় এই সিরিজে দেখা যাবে বর্তমান সময়ের একঝাঁক তরুণ অভিনেতা। ৬ পর্বের ১৪০ মিনিটের এই সিরিজটির চিত্রনাট্য লিখেছেন কারিনা কাইসার। সম্প্রতি চরকির অফিসিয়াল ফেসবুক থেকে প্রকাশ করা হয়েছে এই সিরিজের একটি পোস্টার।

পরিচালক রেজাউর রহমান বলেন, ‘সিরিজটি লেখার সময় প্রাথমিকভাবে এটার নাম দেয়া হয়েছিল ইন্টার্ন। তবে এটা জানতাম যে ফাইনাল টাইটেলইন্টার্ন দেব না। কিন্তু কি দেব সেটাও বুঝে উঠতে পারছিলাম না। গল্প লেখা, প্রি-প্রডাকশন, শুটিং সবকিছুই যখন প্রায় শেষ নামটা নিয়ে তখনও আমরা বেশ দ্বিধায় ছিলাম। অনেক চিন্তা করে আমরা বুঝলাম নামটা আসলেই মূল গল্পের মধ্যেই এতদিন লুকিয়ে ছিল।

তিনি আরো বলেন,‘Sheep বা ভেড়াকে আমরা প্রায় দেখি দল বেঁধে থাকতে। লাঠি দিয়ে কেউ রাস্তা দেখায় তাদের। তখনি মনে হলো, ইন্টার্নদের জীবনটাও কিছুটা এইরকমই। ইন্টার্নদের নো চয়েস, নো ভয়েস। বস যা বলে তাই করতে হয়। আমাদের গল্পের ইন্টার্নগুলোও এইরকম। এইভাবেই ইন্টার্ন থেকে টাইটেল হয়ে গেলো ইন্টার্নশিপ/ Internsheep।’

এই সিরিজে মূল চরিত্রে অভিনয় করেছে সৌম্য জ্যোতি। নতুন বছরের প্রথম কাজ ও শুটিংয়ের অভিজ্ঞতা নিয়ে সৌম্য বলেন, ‘দারুণ একটি কাজ। পুরো স্ক্রিপ্ট খুবই ইন্টারেস্টিং। বর্তমান বাস্তবতার সঙ্গে বেশ মিল রয়েছে। সবাই প্রায় সমবয়সী হওয়ায় শুটিংয়ের সময়টা বেশ উপভোগ করেছি। এ ধরনের সিচুয়েশনাল কমেডি আগে নির্মাণ হয়নি। এই সিরিজে আসলে জবের প্রথম দিন থেকে মাসের শেষ পর্যন্ত বিভিন্ন ছোট ছোট বিষয় তুলে ধরা হয়েছে।’

এই সিরিজে আরও অভিনয় করেছেন শম্পা রেজা, মীর রাব্বী, সারা আলম, সাদিয়া আয়মান, তাসলিমা হোসেন নদী, প্রিয়ন্তি উর্বি, মাখনুন সুলতানা মাহিমা, সাইফ ইমাম, অর্পন চাকমা, নাফিস আহমেদ, মুকুল সিরাজ, টনি মাইকেল, রোথশি সিদ্দিকা, কাজী তানভীর রশিদ, সোহাগ, আরেফিন জিলানি, আমিন হান্নান চৌধুরী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ