Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

বলিউডে অভিষেকের অপেক্ষায় বাঁধন, ‘খুফিয়া’র মুক্তি মার্চে

বিনোদন ডেস্ক | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ৬:১৯ পিএম

গেল কয়েক বছর ধরে শোবিজের অন্যতম আলোচিত অভিনেত্রী আজমেরী হক বাঁধন। এককালে নিয়মিত নাটক করতেন। সে জায়গা থেকে সরে এসে বেছে বেছে কাজ করছেন তিনি। তাতেই করেছেন বাজিমাত। শোরগোল ফেলে দিচ্ছেন একের পর এক চরিত্রে নিজেকে হাজির করে। দেখা মিলছে বহুরূপী বাঁধনের। কখনো সিনেমার পর্দায়, কখনো-বা ওয়েব প্ল্যাটফর্মে; দর্শকের মুঠোফোনে। তিনি এবার অপেক্ষায় আছেন বলিউডে অভিষেকের। মার্চে হতে পারে এই কাঙ্ক্ষিত অভিষেক।

বলিউডের খ্যাতিমান নির্মাতা বিশাল ভরদ্বাজের ‘খুফিয়া’ নামের একটি সিনেমায় অভিনয় করেছেন বাঁধন। এ ছবিতে টাবু ও আলি ফজলের মতো অভিনয়শিল্পীদের সঙ্গে পর্দা ভাগ করেছেন তিনি। সিনেমাটি আগামী মার্চে মুক্তির কথা রয়েছে।

সিনেমাটিতে কাজের অভিজ্ঞতা প্রসঙ্গে বাঁধন বলেন, ‘পরিচালক বিশাল ভরদ্বাজ অসম্ভব ভালো ও বিনয়ী একজন মানুষ। শুধু শিল্পী নন, মানুষকে কীভাবে সম্মান করতে হয়, সেটা তিনি খুব ভালো করে জানেন। এটাই তার চর্চা। তার কারণে কাজ করা অনেক সহজ হয়েছে। নেটফ্লিক্সের কর্তাদের পেশাদারিত্বে আমার ভালো লেগেছে। সিনেমায় আমাকে এক বাংলাদেশি মেয়ের চরিত্রে দেখা যাবে। মেয়েটি মিশন নিয়ে ইন্ডিয়ায় যায়। ঘটে নানা ঘটনা। চরিত্র ছোট হলেও গুরুত্ব অনেক।’

গত বছরের আগস্টে ‘খুফিয়া’র ৪৭ সেকেন্ডের টিজার প্রকাশ পায়। এতে কয়েক ঝলকের জন্য উপস্থিত হয়েই মন জয় করে নিয়েছিলেন সবার। শুটিংয়ের সময় পরিচালক ভরদ্বাজ তার প্রশংসা করে বলেছিলেন, ‘আজমেরী, তুমি তো স্ক্রিনে আগুন লাগিয়ে দিয়েছ।’ ট্রেলারে তা প্রমাণ করেছিলেন পর্দার সুলতানা।

 



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ