Inqilab Logo

মঙ্গলবার ২৬ নভেম্বর ২০২৪, ১১ অগ্রহায়ণ ১৪৩১, ২৩ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

লোহাগাড়ার চুনতির ১৯ দিনব্যাপী সীরাত মাহফিলের শেষ জুমায় মুসল্লির ঢল

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

লোহাগাড়া, চট্টগ্রাম উপজেলা সংবাদদাতা :  চট্টগ্রামের লোহাগাড়ার চুনতিতে অনুষ্ঠিত ১৯ দিনব্যাপী সীরাতুন্নবি (সা:) মাহফিলের শেষ জুমায় মুসল্লির ঢল নামে। গতকাল শুক্রবার সীরাত মাহফিলের মাঠ ছিল কানায় কানায় পূর্ণ। এ অঞ্চলের সবচেয়ে বড় এ মাহফিলের শেষ জুমায় প্রতিবছর হাজার হাজার মুসল্লি অংশগ্রহণ করে থাকেন। এদিন বাদ জুমা থেকে শুরু হওয়া অধিবেশনে ‘নবী করিম (সা:) এর জন্ম ও রিসালাত সৃষ্টিকূলের পূর্ণতা সাধন করে’ বিষয়ে আলোচনা পেশ করেন আধুনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও প্রবীণ আলেম মাওলানা শফিক আহমদ। সভাপতিত্ব করেন কক্সবাজার দোকান-মালিক সমিতি ফেডারেশনের সভাপতি আলহাজ মোশতাক আহমদ। বাদ আছর ‘সাজ-সজ্জা ও পোশাক-পরিচ্ছেদের ব্যাপারে ইসলামের দৃষ্টিভঙ্গি’  বিষয়ে আলোচনা করেন গারাঙ্গিয়া কামিল মাদরাসার প্রভাষক মাওলানা নেজাম উদ্দীন। একই দিন বাদে মাগরিব থেকে শুরু হওয়া অধিবেশনে সভাপতিত্ব করেন চরম্বা ওসমানাবাদ দারুল উলুম মাদরাসার মুহতামিম মাওলানা আবুল ওফা শমসী। ‘খতমে নবুয়ত ও মহানবী (সা:) এর শ্রেষ্ঠত্ব বর্ণনা, কাদিয়ানী মতবাদের স্বরূপ উন্মোচন’ বিষয়ে আলোচনা করেন দৈনিক ইনকিলাবের সহ-সম্পাদক মাওলানা উবায়দুর রহমান খান নদভী। ‘বায়তুল্লাহ শরিফের মর্যাদা ও তথায় অবস্থিত ‘আয়্যাতে বাইয়েনাত’ এর বিবরণ বিষয়ে আলোচনা করেন চট্টগ্রাম কোর্টহিল জামে মসজিদের খতিব মাওলানা নাসির উদ্দীর খাকী, ‘সততা ও আমানতদারিতার মর্যাদা এবং মিথ্যা ও খিয়ানতের ভয়াবহ পরিণতি’ বিষয়ে আলোচনা করেন বায়তুশ শরফ শাহ আব্দুল জব্বার ফাউন্ডেশনের চেয়ারম্যান মাওলানা আবদুল হাই নদভী।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ