বিএনপির মানববন্ধন আজ, পাল্টা কর্মসূচি আওয়ামী লীগ
সারা দেশের মহানগর ও জেলা পর্যায়ে আজ মানববন্ধন করবে বিএনপি ও তার মিত্ররা। আর এ
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতাঃ ছাতকে গাড়ির গেরেজ থেকে মুহিবুর রহমান (৪৫) নামের এক পাহারাদারের লাশ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার সকালে উপজেলার ছৈলা-আফজালাবাদ ইউপির শিবনগর জামে মসজিদ সংলগ্ন আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজ থেকে ক্ষত-বিক্ষত লাশ উদ্ধার করা হয়। মুহিব শিবনগর প্রকাশিত রাধানগর গ্রামের মৃত খলিল উল্লার ছেলে। জানা যায়, দীর্ঘদিন ধরে শিবনগর গ্রামের মৃত মকবুল আলীর ছেলে শরিফ উদ্দিনের শিবনগরস্থ আফজলিয়া সাটারিং হাউস এন্ড গেরেজে পাহারাদারের দায়িত্ব পালন করে আসছিলেন মুহিবুর। বৃহস্পতিবার রাতের খাবার শেষে গেরেজে ডিউটিতে যান। গভীর রাতে অজ্ঞাতনামা দূর্বৃত্তরা গেরেজে প্রবেশ করে তাকে ধারালো অস্ত্র দিয়ে মাথাসহ শরিরের বিভিন্ন স্থানে কুপিয়ে হত্যা নিশ্চিত করে গেইট তালাবদ্ধ করে চলে যায়।
দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।