Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিকের কারণে তারা কাজ হারান Ñঅঞ্জনা

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

চিত্রনায়িকা অঞ্জনা দীর্ঘদিন ধরে সিনেমা প্রযোজনা ও পরিচালনা করতে চাচ্ছেন। তবে শিল্পী নির্বাচন করতে গিয়ে বেশ বিপাকে পড়েছেন। শিল্পীদের অতিরিক্ত পারিশ্রমিক চাওয়া তার জন্য সমস্যা হয়ে দাঁড়িয়েছে। অঞ্জনা বলেন, অনেকদিন ধরেই ইচ্ছে ছিলো সিনেমা নির্মাণ করবো। এরই মধ্যে সকল প্রস্তুতি স¤পন্ন করেছি। কিন্তু শিল্পীদের পারিশ্রমিকের কথা শুনে আমি হতাশ হয়েছি। বর্তমানে চলচ্চিত্রের মার্কেট কেমন তা সবারই জানা। একজন শিল্পী এত পারিশ্রমিক নিলে কোনোভাবেই সিনেমা লাভের মুখ দেখা সম্ভব নয়। তাছাড়া আমি চলচ্চিত্রের একজন সিনিয়র শিল্পী, আমার কাছে এত পারিশ্রমিক চাইলে নতুন প্রযোজকের কাছে তারা কত টাকা পারিশ্রমিক চান? সেটা আমাকে ভাবায়। এসব কারণেই আমাদের সিনেমা পিছিয়ে আছে। তিনি বলেন, আরো কিছুদিন দেখবো। তারপর সিনেমার প্রযোজনা ও পরিচালনা থেকে সরে আসবো। আমি খুবই হতাশ হয়েছি। শিল্পীদের পরামর্শ দিয়ে তিনি বলেন, চলচ্চিত্র শিল্পটাকে বাঁচাতে এখন পারিশ্রমিকের কথা না ভেবে ভালো ভালো কাজ করে যেতে হবে। কোন শিল্পীর দুএকটা সিনেমা একটু ভালো গেলেই তারা পারিশ্রমিক বাড়িয়ে দেয়। যার ফলে তারা কাজ হারান। সুপারস্টার হতে পারেন না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ