Inqilab Logo

সোমবার, ২৯ এপ্রিল ২০২৪, ১৬ বৈশাখ ১৪৩১, ১৯ শাওয়াল ১৪৪৫ হিজরী

সামাজিক গল্পের নাটক রাগী জামাই

বিনোদন রিপোর্ট: | প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

বৈশাখী টিভিতে আজ রাত ১০টায় প্রচার হবে সামাজিক গল্পের নাটক ‘রাগী জামাই’। গোলাম সারোয়ার অনিকের রচনায় নাটকটি চিত্রনাট্য ও পরিচালনা করেছেন মাইদুল রাকিব। অভিনয় করেছেন নিলয় আলমগীর, তানিয়া বৃষ্টি, শরিফুল ইসলাম, খায়রুল আলম টিপু, প্রীতি আলভী, আশরাফুল আলম সোহাগসহ অনেকে। পরিচালক মাইদুল রাকিব বলেন, রাগ মানুষকে কতটা সর্বনাশ করতে পারে তাই দেখানো হয়েছে এই নাটকে। গল্পের নায়ক নিলয় ততটা স্বচ্ছল নয়। তবে রাগী মানুষ হিসেবে এলাকায় তার বদনাম অনেক। তার রাগের কারণে এলাকাবাসী, পাড়া-প্রতিবেশী, হাটবাজারের দোকানদার থেকে শুরু করে সবাই ভয় পায়। তার কাছে কেউ কিছু বিক্রিও করতে চায়না। এই রাগী জামাইয়ের কারণে বউও বিরক্ত। কিন্তু ভয়ে তিনিও কিছু বলার সাহস পায় না।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ