Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

‘দ্য শাইনিং’ খ্যাত শেলি ডুভাল অভিনয়ে ফিরছেন

| প্রকাশের সময় : ১২ জানুয়ারি, ২০২৩, ১২:০০ এএম

স্টিফেন কিংয়ের উপন্যাস অবলম্বনে নির্মিত ক্লাসিক হরর ফিল্ম ‘দ্য শাইনিং’-এর (১৯৮০) অভিনেত্রী শেলি ডুভাল অভিনয়ে ফিরছেন ২০ বছর পর। তার আসন্ন ফিল্ম ‘দ্য ফরেস্ট হিলস’ও কিন্তু হরর ধারার। ‘এন্টারটেইনমেন্ট টুনাইট’কে অভিনেত্রী বলেন, আমি জানি, অনেক দিন চলে গেছে। তবে দারুণ হয়েছে। আসলেই তাই, ভাল বোধ হচ্ছে। আরও অভিনয় করতে ইচ্ছা করছে। আসলেই অভিনয় করে আনন্দ পেয়েছি। প্রতিটি মুহূর্ত ছিল উপভোগ্য। অয়্যারউল্ফ হরর ফিল্ম ‘দ্য ফরেস্ট হিলস’-এ শেলি ডুভাল (৭৩) মূল চরিত্র রিকোর (চিকো মেন্ডেজ) এবং এমিলি (লিন্ডা ফ্লোরেস) মায়ের ভূমিকায় অভিনয় করেছেন। স্কট গোল্ডবার্গ পরিচালিত ও প্রযোজিত ফিল্মটিতে আরও অভিনয় করেছেন ডি ওয়ালেস এবং এডওয়ার্ড ফারলং। ‘স্লিপওয়ে ক্যাম্প’ খ্যাত ফেলিসা রোজ (৫৩) বলেন, শেলি আমার আদর্শ, তিনি মানুষ হিসেবে খুবই ভাল। তার ব্যবহার আর চাহনিতে তিনি সবাইকে মুগ্ধ করেন, খুব সহজেই তার সঙ্গে বন্ধুত্ব হয়ে যায়। শেলির সর্বশেষ ফিল্ম ‘ম্যানা ফ্রম হেভেন’ ২০০২তে মুক্তি পেয়েছে। এরপরই তিনি অবসরের ঘোষণা দেন। তিনি পিপল সাময়িকীকে জানান ‘দ্য ফরেস্ট হিলস’-এ তার চরিত্রটি বেশ আক্রমণাত্মক এবং কখনও কখনও বিস্ফোরণোন্মুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ