Inqilab Logo

শনিবার ৩০ নভেম্বর ২০২৪, ১৫ অগ্রহায়ণ ১৪৩১, ২৭ জামাদিউল সানী ১৪৪৬ হিজরি

মাদারীপুর জেলা পরিষদ নির্বাচন চেয়ারম্যান প্রার্থীর উপর হামলা প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ

| প্রকাশের সময় : ২৪ ডিসেম্বর, ২০১৬, ১২:০০ এএম

মাদারীপুর জেলা সংবাদদাতা : মাদারীপুর জেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি, জেলা বার অ্যাসোসিয়েশনের একাধিকবার নির্বাচিত সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সুজিত চ্যাটার্জী বাপ্পীর উপর হামলার প্রতিবাদে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। মাদারীপুর জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদ ও পূজা উদ্্যাপন পরিষদের উদ্যোগে শুক্রবার বেলা সাড়ে ১১টায় স্থানীয় স্বাধীনতা অঙ্গনে এ কর্মসূচি পালিত হয়। কর্মসূচিটি পুলিশ সুপারের কার্যালয়ের সামনে হওয়ায় পুলিশ বাধা দিয়ে বিক্ষোভকারীদের সরিয়ে দেয়। পরে তারা মূল সড়কে গিয়ে বিক্ষোভ মিছিল বের করে। মানববন্ধনে বক্তব্য রাখেন জেলা হিন্দু-বৌদ্ধ-খ্রিস্টান ঐক্য পরিষদের সভাপতি অ্যাডভোকেট অরবিন্দ চক্রবর্তী, সাধারণ সম্পাদক শ্যামল কৃষ্ণ দে, জেলা পূজা উদ্্যাপন পরিষদের সভাপতি অধ্যাপক প্রাণতোষ ম-ল, সিনিয়র আইনজীবী যোগেশ চন্দ্র ভৌমিক, তপন সরকার প্রমুখ।



 

দৈনিক ইনকিলাব সংবিধান ও জনমতের প্রতি শ্রদ্ধাশীল। তাই ধর্ম ও রাষ্ট্রবিরোধী এবং উষ্কানীমূলক কোনো বক্তব্য না করার জন্য পাঠকদের অনুরোধ করা হলো। কর্তৃপক্ষ যেকোনো ধরণের আপত্তিকর মন্তব্য মডারেশনের ক্ষমতা রাখেন।

আরও পড়ুন
এ বিভাগের অন্যান্য সংবাদ
গত​ ৭ দিনের সর্বাধিক পঠিত সংবাদ